কি যে এক মায়ায় জালে থাকি।
আজকে দিনের সকল রসিকতা
কালকে আছে পুরোটাই দিন বাকী।
যেমন ধর বাসন্তীদের গ্রামে
এখন কারো জাল পাবেনা খুঁজে।
কোথাকার কোন মারমা মগের চিঠি
যাদুবেলায় লিখছি নিজে নিজে।
ফেলানীকে লাঠির গায়ে বাঁধি
অ্যালসেশিয়ান পাশে পাশেই চলুক।
রাত দুপুরের সিভিল বাবু সোনা
বাকসো বেয়ে যত কথাই বলুক।
আসুন আমরা ঢাকার পথে যাই
বিগ ডগেদের ভাঙা সুটকেস তুলি।
দশ টাকাতে স্বপ্ন না হোক রোয়া
ধানক্ষেতে যে হাজারো বুলবুলি!
তবু তোমায় আসতে বলি ঘরে
ব্রহ্মপুত্র আসুক না হয় আগে
রমনা মেইলে ননী মারমা পাশে
দীর্ঘশ্বাসে ভীষণ একলা লাগে।
মন্তব্য