যিশুতোষ
তিনি
শিশুতোষ কবিতা পড়তে চায়...
বলে,
শিশুতোষ কবিতা হয় না...
এসব লেখনা...
কী করি... কী করি....
আমি যে যিশুতোষ কবিতা লিখি!...
কীভাবে যে বোঝাই তাহাকে,
শিশুর সারল্য প্রিয়
এ পৃথিবী
ভিজে যাচ্ছে রক্তাক্ত ক্রুশের পটভূমিকায়...
তুঁহু
'হামকে... হামকে...'
বোলে
বাজেনা ঢোলক, বাজে 'তুঁহু... তুঁহু...'
বাজে বাজনাদার!
হাম-বড়া
সুরের দো-কান-দারে
'আমি... আমি...' ভুলে
বাজি 'তুঁহু... তুঁহু...'
অঞ্জলি লহ গো মোর
সঙ্গীতে...
'তুঁহু... তুঁহু...' সঙ্গতে... সুরভাষী মনে
সঙ্গী গো,
তেমনি বাজো গো তুমি 'তুঁহু... তুঁহু...'
সুরের ঝর্ণাধারায় একাকার
এক আকারে
বাজিছে
একতারা কাসা খোল তবলা ঢোলক...
আপনি বিলয়ে...
লয়ে...
বাজে কথার মঞ্জরি...
বাজে
'তুঁহু... তুঁহু...'
আরণ্যক টিটোর কবিতা ভালো লাগলো, কবিতানন্দ পেলাম।
উত্তরমুছুন