হৃদয় খুঁড়ে বেরিয়ে পড়ছে কেঁচো। ফাঁদ রেখে ভেসে বেড়ায় ইঁদুরের গর্ত। বহতল ভবনে খিঁচুড়ি গন্ধ অভিযোগ রয়ে যায় কাঁটাচামচ বনে। বন বাদুড়ের লোমে ছেপেছে নাক ও গন্ধের ব্যাকরণ।
২.
পালাতে চেয়েছে সবাই।
সূর্যের কান্নায় ভিজে যায় দেহের যাবতীয় আশ্রম। ছুটতে গিয়ে হেঁটে ফিরে আসে চোখ মুখরোচক জিহ্বায়।
৩.
বোধজুড়ে কুমকুম রঙে মখমলের বিস্তীর্ণ মায়া!
পাঠ্যসূচি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একাগ্র, আগ্রাসনের রথ। ভেসে যাবে নিম্নাঞ্চল। ভেসে থাকা চরাচরে নিঃসঙ্গ পথে হেঁটে চলবে কি কেউ? সিঁদুর হাটে। সিঁথিতে প্রকৃতির মাদুর ওঁৎ পেতে ছোবল চেয়েছে।
তুমি রহনা হও আমরা ফিরে আসবো।
৪.
জেনো গতদিনের বেদনা আজকের ঘ্রাণ
এ জীবন চাই না, চাইছি মুঠোভরা ত্রাণ।
বেদের অতলে লেখা বিনয়ী অসূর
পোষা কুকুর ছিঁড়ে খাচ্ছে ছাপোষা ইঁদুর।
৫.
এই গাছটি দেখিবামাত্র দূর হতে ডাক দিন। কীভাবে দেখি— না দেখা ফুল, ফল, পাতা। প্রাপ্তবয়স্ক ছাড়া গাছে উঠা নিষেধ৷ যদি না পাখির জন্ম হতো। আম পড়ে, জাম পড়ে; এসব পড়তে পড়তে একসময় নিউটনের মাথায় আপেল পড়ে। লাইবনিজ এক লাফে স্থান কালে পড়তেই গাছটা হারিয়ে গ্যালো।
গাছটি দেখিবামাত্র আমাকে একটু ডাকবেন।
মন্তব্য