গত দীর্ঘ পাঁচ মাস যাবত পৃথিবীব্যাপী মহামারী যাপন করে যাচ্ছি আমরা। হয়তো বা আরো সংকট পরিস্থিতি পার হয়ে আমাদের অতিক্রান্ত হতে হবে। এটাই প্রকৃত যাচাই যে, পরিবেশ যখন আমাদের সময়ের সবকিছুকে একেক সময় একেক বিষম মুহূর্তে নিয়ে আসে, যেন কোন এক অজানা গন্তব্যে নিয়ে যেতে থাকে আর আমরা একটা নতুন পরিবেশের সম্ভাবনাকে তৈরি করতে নিরন্তর মোকাবেলা করে যাই। এই যুদ্ধে আমরা হারিয়েছি অনেককেই, আমাদের দেশসহ বিশ্বব্যাপী অনেক অগ্রজ ব্যক্তিত্ব সাহিত্যিক শিল্পী এবং প্রিয় মানুষদের। তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই মোকাবেলার কড়চা হিসেবে আমরা আমাদের সৃষ্টিশীল কাজের নির্মাণের মাধ্যমেই হয়তো নিজেদের বিলিয়ে দিই।
‘বিন্দু’ লিটল ম্যাগাজিন, দীর্ঘ সময়ের শিল্প সাহিত্যের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে যাচ্ছে, আর সেই কর্মের অংশীদার হতে সম্পাদক কবি সাম্য রাইয়ান আমার হাতে ন্যস্ত করলেন ‘বিন্দু’র একটা সংখ্যা সম্পাদনার জন্য। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত বিন্দু’র এবারের সংখ্যায় বিশেষ কিছু আয়োজনে সমৃদ্ধ করতে। ধন্যবাদ আর ভালবাসা রইলো সম্পাদকসহ সকল বন্ধু, শ্রদ্ধাভাজন লেখক-কবিদের প্রতি। এবারে ‘মহামারীদশার আধ্যান’ বিশেষ সংখ্যাটি কবিতা, গল্প, মুক্তগদ্যসহ চিত্রকলা, চলচ্চিত্র, সঙ্গীত বিষয়ক গদ্য, সাক্ষাৎকার এবং আমাদের দেশের অন্যতম তের জন কবির তের কবিতার ইংরেজি ভাষান্তর নিয়ে প্রকাশিত হল। প্রিয় পাঠক পড়ুন, মন্তব্য করুন এবং নিয়মিত বিন্দু’র সাথে থাকুন।
সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে সাস্থ্য বিধি মেনে চলুন।
দেবাশীষ ধর
সম্পাদক
মহামারীদশার আধ্যান
মন্তব্য