ভোরের পাখির কাছে কী যেনো শেখার কথা ছিল
এতোদিন পর দারুণ রোদের খাতা খুলে গেলো!
ব্রহ্ম মূহুর্তের স্বাদ কতো আগে হারিয়েছি দূরে
চারদিকে হরেক পাখির ডাক নিকট অদূরে।
মনোরম কোলাহলে দেহের জড়তা ভেঙে যায়
ভোগের বেদনা নিয়ে পড়ে আছি তবু মৃত প্রায়।
ভীষণ মায়ায় ডাকে পাখি আর প্রবল প্রকৃতি
মুক্তির অমোঘ ক্ষণে বাঁধা পড়ি এমন নিয়তি।
২৮.০৪.২০২০, কাপ্তাই, রাঙামাটি
উপগত রাত
নিষ্প্রভ নক্ষত্র রেখা ছড়ায় না আলো
বিদগ্ধ ঘাসের কাছে শুয়ে থাকে নির্মোহ সময়
তিল তিল গড়া ভোর ছুঁয়ে শিহরিত হই
অথচ দিনের অন্তে ঠিক ডুবে যায় সূর্য
সন্ধ্যার ঝিঁঝিরা ডাকে নিরন্তর আয়োজনে।
চলে যাই দূর কোন দূতের ছায়ায়
জীবনের অন্বেষণে
যার কাছে খুঁজে পাই যাপনের স্বতন্ত্র কৌশল
আর জরামুক্ত দেহ নিয়ে বাঁচার আকুতি
তবুও যখন ইচ্ছে ছেড়ে দিতে পারি খাঁচার পরান!
ক্রমাগত পাখিদের কাছে শিখি বাঁচার মহিমা
দৃশ্যমান কোন ডানা নেই বলে
দিতে পারি না উড়াল
আঁছড়ে পড়েছি বুকে আপন স্বভাবে।
অন্যমনষ্ক থাকার অভিযোগ নিয়ে বসে আছি পাশে
একদিন বুঝে যাবে ঠিক ডানাহীন উড়ালের ব্যাকরণ
মৃত্যুর মায়াবিহীন দেহ ফেলে
উড়ে যেতে পারি অনায়াসে দূরে।
উপগত রাত এসে তোমাকে জড়িয়ে ধরে যদি বলে
চল না খেলার তরে ক্ষণিক রাতের অন্ধকারে মিশে যাই
তুমিও কি তুলে নিবে রাতের আঁধার হাতের খোড়লে?
তেমন মানুষ নয় ওগো মুহূর্তের মধুকর
চেয়েছি দারুণ করে বাঁধি ঘর।
যখন জলের তাড়া দেখি কর্ণফুলী- ¯স্রোতে
কাঠবিড়ালির লেজে চিরন্তন চঞ্চলতা
আর পিঁপড়ের অফুরন্ত ধৈর্য
তখন সরব বর্ধমান ডানাগুলো ঝেড়ে ফেলে
ফিরে আসি তোমার অতৃপ্ত হৃদয়ের কাছে
চঞ্চল জীবন ছেনে তুলে আনি যাপনের মধু।
০১.০৫.২০২০, কাপ্তাই, রাঙামাটি
দিন কেটে যায়
দিন কেটে যায় দিনের সুরে রাত কেটে যায় ধীরে
প্রেমের কাছে মাতাল প্রেমিক সকাল বিকেল ঘুরে।
আমের ঢঙে ঝুলে আছি আপন মনে দুলে
বাতাস বলে এ কোন হাওয়া তোমার মাথার চুলে?
চুল নাকি তার অন্ধকারে ভীষণ গভীর কালো
রাত কাটে না রাত কাটে না আসবে কবে আলো?
আলোর ভেতর নাই জোনাকি মিটমিটিয়ে জ্বলে
তাই তো রাতের দারুণ মায়া চাঁদের মুখোশ খুলে।
মুখোশ পরা মুখ খানি তার যায় না কভু চেনা
তবুও ভাই মাস্ক পড়ে থাক হবে না রে করোনা।
করোনারই কালে ও ভাই টেনশনে তে আছি
কী হয় কী হয় ভাবছি বসে খেলছি কানামাছি ।
কানা কোন মাছি তো নাই সজাগ আছে মশা
নিজের ভুলে ডেঙ্গু হলে বুঝবে বেহাল দশা।
হালের মাঠে ধান পেকেছে কাটছে সবাই মিলে
ভাবছে কৃষক ঘরে বসে কান নিয়েছে চিলে।
চিলের চোখে জমিন কেমন ভীষণ দেখতে লাগে
ডানা হলে বুঝবে সেদিন রাতটা কেমন জাগে।
রাতের কাছেই আসি শেষে বলি শখের কথা
কে জানতো দিনের কাছে কথাই দারুণ লতা!
লতার ঝোপে কী যে নড়ে দেখবো চুপিচুপি
প্রেমিক বুঝি ভীষণ সজাগ হয় যদি কারচুপি!
০২.০৫.২০২০, কাপ্তাই, রাঙামাটি
মন্তব্য