নমস্কার করো
চৈত্রে রচিত উৎপলকুমার, তোমার শব্দের জোছনায়
ভেসে গেলো মাটি কেননা মাটির নিচে তৃষ্ণা আছে
তোমার অভ্যাস ছিলো প্রায় ট্রেনে ক’রে বাড়ি ফেরা
ট্রেনের চাকারা ঘুরে ঘুরে দেখে নিতো বাদার জঙ্গল
যেখানে পাতার শব্দে নেমে আসে সুগভীর শীত
অবিরাম ভেবেছো সমস্ত দিন এতো লেখা, এতো প্রশ্ন!?;
এতো ভেবে ভেবে চাকার মতোন ঘুরে ঘুরে
একদিন রেলপথ ফাঁকা রেখে চলে গেছো দূর কুয়াশায়
কতো প্রেম মরে গেলো, কতো রাত্রি হয়ে গেলো ভোর
তখন আবার পুরী সিরিজ, তখন আবার নদীর জলে মাছ
আর জলের গোপনে লেখা আছে আঁশটেভরা সাঁতার
আজো সাঁতারের দীর্ঘ বেদনায় বেঁচে ওঠে মাছ
ফেটে যাওয়া পাখির ডিম থেকে খ’সে গেলে তুমি মৃত্তিকায়
রে বসু তোমার পিছু পিছু উড়ে আসছে শব্দের সম্মোহন
মন্তব্য