শূন্যতা
আমার এইভাবেই ভাল লাগে
যেতে যেতে পথে পথে
ভেবে নাও যদি অসীম আকাশ
অসীম শূন্যতা
ওখানে আছি নতুন ডিয়োনোমে
আকাশ ডুবছে চাঁদ ডুবছে
ডুবছি মহাশূন্য হয়ে
ডুমুরের ফুলের সাথে
চাঁদের সাথে ডুবে গেলে
কেমন দেখায় রক্তিম আকাশ
আইফেল টাওয়ার নায়াগ্রা জলপ্রপাত?
মনোবাড়ি
কিছু নয়
কেউ নয়
যদি জানতে ভরা গাঙে চিলেরা উড়বে না
পাখিরা উড়বে না
তবে কি তুমি উদাস হতে?
এত আলোকছটার জোনাকি
আলোকের পাশে তুমি
কে সে?
অন্ধকারে আলো
অন্যতা জানাই হয়নি আজো!
মানস সরোবর
সন্তেরা চলে গেল
পাহাড়ের শীর্ষচূড়ায় রোদ
বিকেলের রংগুলো ম্লান হতে শুরু করলেই
পাহাড়ের চূড়ায় তীব্র কুয়াশা নেমে আসে।
প্রিয় কোথায় তুমি
বসন্তের সমীরণে
বসন্তের কোলঘেঁষে
সমুদ্রের উত্তাল ঢেউয়ে
তোমার মগ্নতা জুড়ে সমস্ত আকাশ
বসন্তের কোলঘেঁষে।
আবার প্রিয় পাহাড়ের চূড়ায়
তোমার প্রিয় কোন শহরের নামে
আমাদের রাত্রিগুলো বাড়বে কার ও
কোন প্রতীক্ষার চৌকাঠে।
দেখে নিবে নিজেকে বসন্তের কুহকে?
কুয়াশায় কুজ্ ঝটিকায়।
সন্তেরা চলে গেল
পাহাড়ের শীর্ষচূড়ায় রোদ
বিকেলের রংগুলো ম্লান হতে শুরু করলেই
পাহাড়ের চূড়ায় তীব্র কুয়াশা নেমে আসে।
প্রিয় কোথায় তুমি?
বসন্তের সমীরণে
বসন্তের কোলঘেঁষে
সমুদ্রের উত্তাল ঢেউয়ে
তোমার মগ্নতা জুড়ে সমস্ত আকাশ
বসন্তের কোলঘেঁষে।
আবার প্রিয় পাহাড়ের চূড়ায়
তোমার প্রিয় কোন শহরের নামে
আামাদের রাত্রিগুলো বাড়বে কার ও
কোন প্রতীক্ষার চৌকাটে
দেখে নিবে নিজেকে বসন্তের কুহকে?
কুয়াশায় কুজ্ ঝটিকায়।
বুননে মেঘ
বলো লতা
বলো পাতা
ছন্দের ঝাউবনে বসে থাকা
পারিজাত পাখি
এই শ্রম এই ভালোবাসা
হেঁটে যায় মেঘে কেউ
পতপত করে উড়ে সুনীল আকাশ!
ঝড়ো হাওয়া
তোমার রক্তিম, কুসুমজবা ঠোঁটে পুড়ে- উড়ালী মন আমার।
আমার এইভাবেই ভাল লাগে
যেতে যেতে পথে পথে
ভেবে নাও যদি অসীম আকাশ
অসীম শূন্যতা
ওখানে আছি নতুন ডিয়োনোমে
আকাশ ডুবছে চাঁদ ডুবছে
ডুবছি মহাশূন্য হয়ে
ডুমুরের ফুলের সাথে
চাঁদের সাথে ডুবে গেলে
কেমন দেখায় রক্তিম আকাশ
আইফেল টাওয়ার নায়াগ্রা জলপ্রপাত?
মনোবাড়ি
কিছু নয়
কেউ নয়
যদি জানতে ভরা গাঙে চিলেরা উড়বে না
পাখিরা উড়বে না
তবে কি তুমি উদাস হতে?
এত আলোকছটার জোনাকি
আলোকের পাশে তুমি
কে সে?
অন্ধকারে আলো
অন্যতা জানাই হয়নি আজো!
মানস সরোবর
সন্তেরা চলে গেল
পাহাড়ের শীর্ষচূড়ায় রোদ
বিকেলের রংগুলো ম্লান হতে শুরু করলেই
পাহাড়ের চূড়ায় তীব্র কুয়াশা নেমে আসে।
প্রিয় কোথায় তুমি
বসন্তের সমীরণে
বসন্তের কোলঘেঁষে
সমুদ্রের উত্তাল ঢেউয়ে
তোমার মগ্নতা জুড়ে সমস্ত আকাশ
বসন্তের কোলঘেঁষে।
আবার প্রিয় পাহাড়ের চূড়ায়
তোমার প্রিয় কোন শহরের নামে
আমাদের রাত্রিগুলো বাড়বে কার ও
কোন প্রতীক্ষার চৌকাঠে।
দেখে নিবে নিজেকে বসন্তের কুহকে?
কুয়াশায় কুজ্ ঝটিকায়।
সন্তেরা চলে গেল
পাহাড়ের শীর্ষচূড়ায় রোদ
বিকেলের রংগুলো ম্লান হতে শুরু করলেই
পাহাড়ের চূড়ায় তীব্র কুয়াশা নেমে আসে।
প্রিয় কোথায় তুমি?
বসন্তের সমীরণে
বসন্তের কোলঘেঁষে
সমুদ্রের উত্তাল ঢেউয়ে
তোমার মগ্নতা জুড়ে সমস্ত আকাশ
বসন্তের কোলঘেঁষে।
আবার প্রিয় পাহাড়ের চূড়ায়
তোমার প্রিয় কোন শহরের নামে
আামাদের রাত্রিগুলো বাড়বে কার ও
কোন প্রতীক্ষার চৌকাটে
দেখে নিবে নিজেকে বসন্তের কুহকে?
কুয়াশায় কুজ্ ঝটিকায়।
বুননে মেঘ
বলো লতা
বলো পাতা
ছন্দের ঝাউবনে বসে থাকা
পারিজাত পাখি
এই শ্রম এই ভালোবাসা
হেঁটে যায় মেঘে কেউ
পতপত করে উড়ে সুনীল আকাশ!
ঝড়ো হাওয়া
তোমার রক্তিম, কুসুমজবা ঠোঁটে পুড়ে- উড়ালী মন আমার।
মন্তব্য