হাতি
হৃদয়ে কাফন রঙ
তুমুল শোকের মার্সিয়া
তাই দেখে দাঁড়কাক কেঁদে ওঠে দুপুরের রোদে
ব্যথার নিনাদ দিকেদিকে
শুনতে কি পাও তুমি কাক
মানুষ কেন যে মানুষের হৃদয়ের আগরবাতির ঘ্রাণ টের পেতে চায় না কখনো
একটি হাতির শোকে বিমূর্ত দুপুরের রোদে একলা একলা কাঁপি
এর থেকে ভয়ানক আছে ঢের ইতিহাস আমাদের রোজ
বারুদে ঝলসে দেয়া শিশুদের মুখ একবার মনে করা যাক
মনে করে দেখুন মানুষ
আমার বন্ধু দাঁড়কাক হৃদয়ের দাড়ে একলা নিঝুম কাঁদে ক্রো ক্রো সুরে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সমস্ত দিন মানুষে বিশ্বাসহীন হয়ে আছি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বিজ্ঞাপনেই শুধু বদলের গান দেখি
মেদহীন তরুণীর সারাদেহে লাল নীল বাতির চমক
তরুণ আগুন এসে লুফে নিলো তাকে ভিলেন সময় তবু গেলো না নিপাত
জন্মনিরোধ পিল জনপ্রিয় হল
দুনিয়ায় মানুষ এখনো তবু ভ্রূণর মাংস ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে যায়
তাই দেখে ঘৃণা হল
তবু
সেই মানুষের হাত ভালোবেসে আসমানে জালালি পায়রা ছুঁড়ে দেয়
মানুষ মুখোশ পরা দৈত্যের সুশোভন মুখ
মানুষ কি তবে এক মুখোমুখি চুতিয়া অসুখ
কখন কে লাফিয়ে বেরিয়ে আসে টের পাবে আকালের দিনে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কোথাও বদল খুব লেগেছে কি
মানুষ এগোল কতদূর
পৃথিবীর থেকে চাঁদ
প্রকৃত মানুষ গেলো কতদূর
জানা যাবে মানুষ যেমন ছিল তেমন ক্ষুদ্র আছে
মোড়ক পাল্টে তার খুব বেশি প্রগতি আসে নি
এ নিদানকালে আমরা দেখছি শুধু মানুষের মধ্য থেকে হঠাৎ হঠাৎ মানুষ নিখোঁজ হয়ে যায়
সেই ভয়ে আমিও আয়না দেখি
জামা খুলে পাজামা নামিয়ে নিজেকে নগ্ন করে দেখি
হাতি হত্যার মতো যোগ্য কতোটা এই মন
টের পাই আমি নরহত্যার মতো দারুণ পাশব এই হৃদয়ের মাঝে
সব ছারখার করে দেবার অসুখ নিয়ে বেঁচে আছি ওৎ পেতে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তাই কাক ভালোবাসি আমি
ছাদে বসে তার সাথে জরুরী বৈঠক করি
আসলে কে হাতি ছিল কে ছিল মানুষ
মৃত জননীর বুকে করাঘাত করে যেই শিশু ফরিয়াদ করে দুধ
তার শোক বুকে করে একটি হাতির পেটে ভ্রুনহাতি হয়ে যাই আমরা সবাই
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তুমি শুধু কাক বলেছিলে মরে গেলে আমরা দুজন এক হয়ে যাবো
ক্রো ক্রো সুরে তুমি একলা একলা কাঁদো
কি কথা বলতে চাও এমন বিষাদ দিনে
দূরে মেঘ বৃষ্টির আঞ্জাম নিয়ে ধেয়ে আসে
মেঘ দেখে মনে হয় আকাশ ভর্তি হাতি হাতিদের পাল
আমার হৃদয় যেন তারা
ধেয়ে আসে শোকের গিলাফ গায়ে নির্দয় পৃথিবীকে ধুলো করে দিতে
০৫ জুন ২০২০
কালো মানুষের কবিতা
মানুষ নামলে পথে চারদিক তোলপাড় হয়
মানুষ নামলে পথে রাজার সিংহনাদ মিউ করে ওঠে!
মানুষ ভয়ঙ্কর যদি সে শ্লোগান তুলে নেয়
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কালো মানুষের গান গাই...
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা ভুলে গেছে সাদা আর কালোর প্রণয়
আমেরিকা শব্দটা সাদা চামড়ার তকমায় ঢেকে গেছে ভেতরে বিষের পুঁজ
এতো ঘৃণা
এতো ক্রোধ বুকে একই মাটিতে সংসার
এক পথে হাঁটাচলা এক মাঠে রোজ শিস দেয়া
তবু খুন হতে হয় সাদার হাঁটুর নিচে কালো চামড়ার
‘শ্বাস নিতে পারছি না... শ্বাস নিতে পারছি না... অফিসার অফিসার ছাড়ো...!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
হিসসসস!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা... আমেরিকা... ভুলে গেছে মানুষ... মানুষ...
আমেরিকা সাদা ভালোবাসে
আমেরিকা কাফন পড়তে চায়
দেশে দেশে কাফন ছড়িয়ে
আমেরিকা নিজের শরীরে আজ কাফন নিয়েছে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
জর্জ ফ্লয়েড...
কালো জর্জ ফ্লয়েড...
কালো জর্জ... কালো ফ্লয়েড... মরে গেছ তুমি...
দেখো চেয়ে কবরের থেকে আমেরিকা জ্বলছে তুমুল
সাদা আর কালোর মিছিলে
আমেরিকা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে তোমার লোবান শোকে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এতো ভালোবাসা সাদা আর কালোর ভেতর
এসো চুমু খাই
আমাদের সন্তান হলে তার নাম দেবো কালো আমেরিকা
আমাদের সময়ের নাম কালো মানুষের বিপ্লব
আমেরিকা আমেরিকা চেয়ে দেখো চারিদিকে ভয়
এতো ভালোবাসার মিছিল দিকে দিকে জ্বলছে তোমার সাদা শব
ভুলে যাও আমেরিকা সাদা আর কালোর তফাৎ
রক্তের লাল বুঝি টের পাও?
সব একাকার যেই লালে!
নাকি তুমি লাল ভয় পাও?
আমেরিকা কান পেতে শোন তোমার চূড়ায় কালো কাক
পথে লাখো মানুষের হৃদয় মিছিল করে যায়
কালো আর সাদা মিলেমিশে
তোমাকে নামাতে চায় মানুষের দরজায় এসো হাঁটুমুড়ে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা নেমে এসো মাটির নিকটে
জঙ্গি বিমান দিয়ে কাকে আজ কুপোকাত করবে এবার?
তোমার মানুষ আজ তোমার সামনে মুখোমুখি
গুলি করে লাভ নেই
এরা সব মাতাল আগুন
এরা কেউ বোঝে না সফেদ আর কালো
চেয়ে দেখো ভয়াবহ নেমে গেছে পথে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সাদা আমেরিকা সাবধান
কালো মানুষের ঠোঁটে চুমু খেলে প্রেমে পড়ে যাবে!
০২ জুন ২০২০
হৃদয়ে কাফন রঙ
তুমুল শোকের মার্সিয়া
তাই দেখে দাঁড়কাক কেঁদে ওঠে দুপুরের রোদে
ব্যথার নিনাদ দিকেদিকে
শুনতে কি পাও তুমি কাক
মানুষ কেন যে মানুষের হৃদয়ের আগরবাতির ঘ্রাণ টের পেতে চায় না কখনো
একটি হাতির শোকে বিমূর্ত দুপুরের রোদে একলা একলা কাঁপি
এর থেকে ভয়ানক আছে ঢের ইতিহাস আমাদের রোজ
বারুদে ঝলসে দেয়া শিশুদের মুখ একবার মনে করা যাক
মনে করে দেখুন মানুষ
আমার বন্ধু দাঁড়কাক হৃদয়ের দাড়ে একলা নিঝুম কাঁদে ক্রো ক্রো সুরে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সমস্ত দিন মানুষে বিশ্বাসহীন হয়ে আছি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বিজ্ঞাপনেই শুধু বদলের গান দেখি
মেদহীন তরুণীর সারাদেহে লাল নীল বাতির চমক
তরুণ আগুন এসে লুফে নিলো তাকে ভিলেন সময় তবু গেলো না নিপাত
জন্মনিরোধ পিল জনপ্রিয় হল
দুনিয়ায় মানুষ এখনো তবু ভ্রূণর মাংস ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে যায়
তাই দেখে ঘৃণা হল
তবু
সেই মানুষের হাত ভালোবেসে আসমানে জালালি পায়রা ছুঁড়ে দেয়
মানুষ মুখোশ পরা দৈত্যের সুশোভন মুখ
মানুষ কি তবে এক মুখোমুখি চুতিয়া অসুখ
কখন কে লাফিয়ে বেরিয়ে আসে টের পাবে আকালের দিনে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কোথাও বদল খুব লেগেছে কি
মানুষ এগোল কতদূর
পৃথিবীর থেকে চাঁদ
প্রকৃত মানুষ গেলো কতদূর
জানা যাবে মানুষ যেমন ছিল তেমন ক্ষুদ্র আছে
মোড়ক পাল্টে তার খুব বেশি প্রগতি আসে নি
এ নিদানকালে আমরা দেখছি শুধু মানুষের মধ্য থেকে হঠাৎ হঠাৎ মানুষ নিখোঁজ হয়ে যায়
সেই ভয়ে আমিও আয়না দেখি
জামা খুলে পাজামা নামিয়ে নিজেকে নগ্ন করে দেখি
হাতি হত্যার মতো যোগ্য কতোটা এই মন
টের পাই আমি নরহত্যার মতো দারুণ পাশব এই হৃদয়ের মাঝে
সব ছারখার করে দেবার অসুখ নিয়ে বেঁচে আছি ওৎ পেতে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তাই কাক ভালোবাসি আমি
ছাদে বসে তার সাথে জরুরী বৈঠক করি
আসলে কে হাতি ছিল কে ছিল মানুষ
মৃত জননীর বুকে করাঘাত করে যেই শিশু ফরিয়াদ করে দুধ
তার শোক বুকে করে একটি হাতির পেটে ভ্রুনহাতি হয়ে যাই আমরা সবাই
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তুমি শুধু কাক বলেছিলে মরে গেলে আমরা দুজন এক হয়ে যাবো
ক্রো ক্রো সুরে তুমি একলা একলা কাঁদো
কি কথা বলতে চাও এমন বিষাদ দিনে
দূরে মেঘ বৃষ্টির আঞ্জাম নিয়ে ধেয়ে আসে
মেঘ দেখে মনে হয় আকাশ ভর্তি হাতি হাতিদের পাল
আমার হৃদয় যেন তারা
ধেয়ে আসে শোকের গিলাফ গায়ে নির্দয় পৃথিবীকে ধুলো করে দিতে
০৫ জুন ২০২০
কালো মানুষের কবিতা
মানুষ নামলে পথে চারদিক তোলপাড় হয়
মানুষ নামলে পথে রাজার সিংহনাদ মিউ করে ওঠে!
মানুষ ভয়ঙ্কর যদি সে শ্লোগান তুলে নেয়
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কালো মানুষের গান গাই...
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা ভুলে গেছে সাদা আর কালোর প্রণয়
আমেরিকা শব্দটা সাদা চামড়ার তকমায় ঢেকে গেছে ভেতরে বিষের পুঁজ
এতো ঘৃণা
এতো ক্রোধ বুকে একই মাটিতে সংসার
এক পথে হাঁটাচলা এক মাঠে রোজ শিস দেয়া
তবু খুন হতে হয় সাদার হাঁটুর নিচে কালো চামড়ার
‘শ্বাস নিতে পারছি না... শ্বাস নিতে পারছি না... অফিসার অফিসার ছাড়ো...!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
হিসসসস!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা... আমেরিকা... ভুলে গেছে মানুষ... মানুষ...
আমেরিকা সাদা ভালোবাসে
আমেরিকা কাফন পড়তে চায়
দেশে দেশে কাফন ছড়িয়ে
আমেরিকা নিজের শরীরে আজ কাফন নিয়েছে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
জর্জ ফ্লয়েড...
কালো জর্জ ফ্লয়েড...
কালো জর্জ... কালো ফ্লয়েড... মরে গেছ তুমি...
দেখো চেয়ে কবরের থেকে আমেরিকা জ্বলছে তুমুল
সাদা আর কালোর মিছিলে
আমেরিকা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে তোমার লোবান শোকে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এতো ভালোবাসা সাদা আর কালোর ভেতর
এসো চুমু খাই
আমাদের সন্তান হলে তার নাম দেবো কালো আমেরিকা
আমাদের সময়ের নাম কালো মানুষের বিপ্লব
আমেরিকা আমেরিকা চেয়ে দেখো চারিদিকে ভয়
এতো ভালোবাসার মিছিল দিকে দিকে জ্বলছে তোমার সাদা শব
ভুলে যাও আমেরিকা সাদা আর কালোর তফাৎ
রক্তের লাল বুঝি টের পাও?
সব একাকার যেই লালে!
নাকি তুমি লাল ভয় পাও?
আমেরিকা কান পেতে শোন তোমার চূড়ায় কালো কাক
পথে লাখো মানুষের হৃদয় মিছিল করে যায়
কালো আর সাদা মিলেমিশে
তোমাকে নামাতে চায় মানুষের দরজায় এসো হাঁটুমুড়ে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমেরিকা নেমে এসো মাটির নিকটে
জঙ্গি বিমান দিয়ে কাকে আজ কুপোকাত করবে এবার?
তোমার মানুষ আজ তোমার সামনে মুখোমুখি
গুলি করে লাভ নেই
এরা সব মাতাল আগুন
এরা কেউ বোঝে না সফেদ আর কালো
চেয়ে দেখো ভয়াবহ নেমে গেছে পথে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সাদা আমেরিকা সাবধান
কালো মানুষের ঠোঁটে চুমু খেলে প্রেমে পড়ে যাবে!
০২ জুন ২০২০
মন্তব্য