১.
ঘাসের পরিচ্ছদে সবুজ হলো
মণিময়-
বিন্দু bindu.bangmoy.com
তৃণে তৃণে ঘুরা পতঙ্গ একটা
রোমাঞ্চ, তাদের সমস্ত জীবনকে
দেখে মনে হতে পারে
আহা কী বক্রতার-
বিন্দু bindu.bangmoy.com
বৃষ্টি বিজিত এই দিনে
পৃথিবীতে, ভেজার কোন নাম নেই
তাই তো ভেজা সুদৃশ্য আমাদের
ফুলপড়া কলপাড়-
বিন্দু bindu.bangmoy.com
কলাপাতায় উড়ছে ফরফর
বিন্দু bindu.bangmoy.com
তখন মনে হলো- লাভ ইজ মাই লাইফ
২.
মেঘের আকাশ দেখে মনে পড়লো
আমাদের গ্রামের নাম- বোয়ালি
বিন্দু bindu.bangmoy.com
মধুপে, মৌতাত খেলে আরতি
ফুলেতে সম্পূরক-
বিন্দু bindu.bangmoy.com
সেখানে জলের মেঘে বিষণ্ন পুকুর
পাতার সুগোলে হ্যাণ্ডসাম ব্যাঙ
বিন্দু bindu.bangmoy.com
হাওয়া দীর্ঘ সামারে, বড় দিন
বৃষ্টির সম্ভবনা নিয়ে আসলে
আমরা বৃষ্টির ছায়া ধরে
মনে মনে ভিজতাম-
৩.
সূর্যাস্তের দিকে, ঐ গলা কাটা চাঁদ
নেই আকাশেও তারার হরকত
বিন্দু bindu.bangmoy.com
বাড়ির কথা কয় সন্তান
বাড়িভরা নাকি অনেক কথা, কথার কথা
মানুষের ভেতর আমাদের কথা
আমাদের ভেতর মানুষের কথা
এইসব এখন স্মৃতির তোড়া
বিন্দু bindu.bangmoy.com
বৃষ্টি জড়ায়ে আছে তখন, একা
লোকাল শহর-
বিন্দু bindu.bangmoy.com
দূরে, মেঘের দরগা
তুমি দুলে ওঠছো তনুর ভঙ্গীতে
নীলরাগ-
৪.
পার্কে, কাঠের বেঞ্চিতে বসে
কেউ একজন নিচ্ছে হাতের ফিলিং
বিন্দু bindu.bangmoy.com
মরদ কাক আর মামা হালিম
এইসব সিন, বৃষ্টিভেজা দুপুরে
কোন কাঠগড়ায় দাঁড়াবে তখন
বিন্দু bindu.bangmoy.com
ট্রলারে বৃষ্টিমনস্ক এক বালুঘর
শীতল, পাটাতন, ইচ্ছাধীন হাল
বিন্দু bindu.bangmoy.com
পৃথিবী, তোমার ধূসরতার ভেতর
ঢুকে পড়ছে হরহর করে জলের হুল
বহু জীবন- এতটা ছেঁড়া বাতাসে
পাখিটার নেই কোন গৃহদ্ধার
৫.
আমাদের পাড়ার নাম পশ্চিমপাড়া
এর পেছনে আর কোন পাড়া নেই
বিন্দু bindu.bangmoy.com
দক্ষিণপাড়ায় মৃদু বর্ষন হলে
আমরাও পাই তার ততটুকু কারবার
বিন্দু bindu.bangmoy.com
একইসময়ে আমরাও পাই একখান
মোছামুছির আকাশ, সুখ ভোর
মানুষেরা মানুষের স্থির বুকে
ঢুকে পড়ছে, সারাদিন, অবিচল
বিন্দু bindu.bangmoy.com
কয়লা সন্ধ্যায় আমাদের ভাঙা ঘরে, গরীব
চাঁদ চালার ঢেউটিনে আন্ধার ঠাপায়
বিন্দু bindu.bangmoy.com
আমাদের কৃষিতে হাঁসফাঁস গ্রাম
আদর্শ ভাতের হোটেল ফুটছে টগবগ
চৈত্রের মেলায়-
৬.
আরে আমাদের এইরকমি হয়, ভাবনার
কিছু নাই, আজ সূর্যহারা দিন
বৃষ্টির অধীন
বিন্দু bindu.bangmoy.com
পুকুরপাড়ের কোণায় একটাই গাছ
কাঠগোলাপ-
বিন্দু bindu.bangmoy.com
কাঠগোলাপ গন্ধের নির্ভার
বিন্দু bindu.bangmoy.com
সে বছর আমটির টানা সাতদিনের বৃষ্টিতে
গাছটা গেল মরে
সেই থেকেই দক্ষিণের জানালাটা কেমন
গন্ধহীন-
ঘাসের পরিচ্ছদে সবুজ হলো
মণিময়-
বিন্দু bindu.bangmoy.com
তৃণে তৃণে ঘুরা পতঙ্গ একটা
রোমাঞ্চ, তাদের সমস্ত জীবনকে
দেখে মনে হতে পারে
আহা কী বক্রতার-
বিন্দু bindu.bangmoy.com
বৃষ্টি বিজিত এই দিনে
পৃথিবীতে, ভেজার কোন নাম নেই
তাই তো ভেজা সুদৃশ্য আমাদের
ফুলপড়া কলপাড়-
বিন্দু bindu.bangmoy.com
কলাপাতায় উড়ছে ফরফর
বিন্দু bindu.bangmoy.com
তখন মনে হলো- লাভ ইজ মাই লাইফ
২.
মেঘের আকাশ দেখে মনে পড়লো
আমাদের গ্রামের নাম- বোয়ালি
বিন্দু bindu.bangmoy.com
মধুপে, মৌতাত খেলে আরতি
ফুলেতে সম্পূরক-
বিন্দু bindu.bangmoy.com
সেখানে জলের মেঘে বিষণ্ন পুকুর
পাতার সুগোলে হ্যাণ্ডসাম ব্যাঙ
বিন্দু bindu.bangmoy.com
হাওয়া দীর্ঘ সামারে, বড় দিন
বৃষ্টির সম্ভবনা নিয়ে আসলে
আমরা বৃষ্টির ছায়া ধরে
মনে মনে ভিজতাম-
৩.
সূর্যাস্তের দিকে, ঐ গলা কাটা চাঁদ
নেই আকাশেও তারার হরকত
বিন্দু bindu.bangmoy.com
বাড়ির কথা কয় সন্তান
বাড়িভরা নাকি অনেক কথা, কথার কথা
মানুষের ভেতর আমাদের কথা
আমাদের ভেতর মানুষের কথা
এইসব এখন স্মৃতির তোড়া
বিন্দু bindu.bangmoy.com
বৃষ্টি জড়ায়ে আছে তখন, একা
লোকাল শহর-
বিন্দু bindu.bangmoy.com
দূরে, মেঘের দরগা
তুমি দুলে ওঠছো তনুর ভঙ্গীতে
নীলরাগ-
৪.
পার্কে, কাঠের বেঞ্চিতে বসে
কেউ একজন নিচ্ছে হাতের ফিলিং
বিন্দু bindu.bangmoy.com
মরদ কাক আর মামা হালিম
এইসব সিন, বৃষ্টিভেজা দুপুরে
কোন কাঠগড়ায় দাঁড়াবে তখন
বিন্দু bindu.bangmoy.com
ট্রলারে বৃষ্টিমনস্ক এক বালুঘর
শীতল, পাটাতন, ইচ্ছাধীন হাল
বিন্দু bindu.bangmoy.com
পৃথিবী, তোমার ধূসরতার ভেতর
ঢুকে পড়ছে হরহর করে জলের হুল
বহু জীবন- এতটা ছেঁড়া বাতাসে
পাখিটার নেই কোন গৃহদ্ধার
৫.
আমাদের পাড়ার নাম পশ্চিমপাড়া
এর পেছনে আর কোন পাড়া নেই
বিন্দু bindu.bangmoy.com
দক্ষিণপাড়ায় মৃদু বর্ষন হলে
আমরাও পাই তার ততটুকু কারবার
বিন্দু bindu.bangmoy.com
একইসময়ে আমরাও পাই একখান
মোছামুছির আকাশ, সুখ ভোর
মানুষেরা মানুষের স্থির বুকে
ঢুকে পড়ছে, সারাদিন, অবিচল
বিন্দু bindu.bangmoy.com
কয়লা সন্ধ্যায় আমাদের ভাঙা ঘরে, গরীব
চাঁদ চালার ঢেউটিনে আন্ধার ঠাপায়
বিন্দু bindu.bangmoy.com
আমাদের কৃষিতে হাঁসফাঁস গ্রাম
আদর্শ ভাতের হোটেল ফুটছে টগবগ
চৈত্রের মেলায়-
৬.
আরে আমাদের এইরকমি হয়, ভাবনার
কিছু নাই, আজ সূর্যহারা দিন
বৃষ্টির অধীন
বিন্দু bindu.bangmoy.com
পুকুরপাড়ের কোণায় একটাই গাছ
কাঠগোলাপ-
বিন্দু bindu.bangmoy.com
কাঠগোলাপ গন্ধের নির্ভার
বিন্দু bindu.bangmoy.com
সে বছর আমটির টানা সাতদিনের বৃষ্টিতে
গাছটা গেল মরে
সেই থেকেই দক্ষিণের জানালাটা কেমন
গন্ধহীন-
শুভ্র'র কবিতা বেশ ভালো। শুভ্র আমার পছন্দের কবি।
উত্তরমুছুন