সংখ্যাতত্ত্ব
হেঁটে চলেছি একটা বিভ্রান্তের দিকে তথাপি আশারও দিকে
ছোটো ছোটো পা দিয়ে যতোদূর ছোপ ফ্যালা যায়
সেই লক্ষ্যের দিকে বেড়েছে ঝোপগুল্মের উল্লাস
হেঁটে চলেছি একটা ভগ্নাংশের দিকে চোখ রেখে
একটা পূর্ণাঙ্গ সংখ্যা মাথার ভিতর থেকে বেরিয়ে গিয়ে
অতৃপ্ত দশমিকের ডানদিকে বসে
আমার হাঁটার সহজ বোধ তুলে নিয়ে তোমার হাস্যেজ্জ্বল মুখ
দশমিকের পরে আরেকটা শূন্য হিসাবে ব্যবহার করে
আর আমাকে ক্রস চিহ্ন দিয়ে ল্যাম্পপোস্টের পাশে
দুইহাত উঁচু করে উলঙ্গ দাঁড় করিয়ে দ্যায়
তাহাদের ভাবনারা যাতে নির্বিঘ্নে পথ অতিক্রম করতে পারে
[০৫ মে ২০২০]
ঝুল
আমার যতো ফন্দিফিঁকির তোমাকে ঘিরেই আবর্তিত
সিলিঙের ঝুলগুলো আমার ঘাড়ে ঝুলে পড়তে চাইলে
মনে হয় ঈশ্বরের চাবুক আমাকে শাসাচ্ছে
আমি নিজের ভিতর কুঁকড়ে গিয়ে
ঝুলকে জব্দ করার পথ খুঁজি
খুঁজে ফিরি আমার পচনের পৈশাচিক কোলাহল
[২৩ এপ্রিল ২০২০]
কলোনিয়াল ড্রিম
একটা নীল আকাশকে ছুরি দিয়ে কেটে কেটে
তোমার প্লেটে সাজিয়ে দিলাম
আর সাথে সাথে প্লেটটা লাল আগুনের গোলা
তোমার মুখের ভিতর উকি দিয়ে
বের করে আনলো ভিতরে ঘাড় গুজে
বসে থাকা একচোখা দানবকে
যে তোমাকে চুপিচুপি ষাড়ের পিঠে চড়িয়ে দেয়
তুমি কি এবার পথ চিনে বাড়ি ফিরতে পারবে?
[০৭ এপ্রিল ২০২০]
অনুভূতি
অনুভূতির কোনো রঙ যদি লাল হোয়ে
গড়িয়ে পড়ে ব্লাকবোর্ডের উদোম বুকে
ক্ষুধারা ক্ষুরধার হোয়ে ওঠে
পালে পালে আগুন তাড়িয়ে
ক্যানভাসার ঢুকে যায় ব্লাউজের বোতামের খাঁজে
পিচোট অনুভূতির গড়িয়ে পড়া বীর্য আর
ক্ষুধার লালা একসাথে পিছমোড়া দিয়ে বেঁধে রাখো
সংসদ ভবনের লাল গেটে, আমরা আবাল জনগন
আগামী নির্বাচনে বীর্য আর লালা গুলিয়ে
পোষ্টার সাঁটা হবে ব্লাউজখোলা তামাটে বুকে
ক্ষুধাপেটে কতোটুকু বীর্য পাত করতে পারো তুমি
এটাই হবে তোমার সাথে উপর্যুপরি চ্যালেঞ্জ
অন্তর্জাল জুড়ে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীর পোজ
ক্ষুধাকে উপহাস করে রোজ
[১৬ এপ্রিল ২০২০]
দারুণ লাগল।
উত্তরমুছুনআগে নাম শুনিনি কবির৷ বেশ ভাল লাগলো৷ বিশেষত, দ্বিতীয় কবিতাটি৷
উত্তরমুছুন