ফাগুনের ক্ষত
ফাগুন আসার আগেই
জানালার সীসায়
পিঁপড়েরা
লাইন ধরেছে,
ভীষণ ঠাণ্ডা
বাম হাতটি ধরতেই
কামড় খেলাম
ক্ষতের উপর
একটি আর্থিক মন্দার হিসেব।
বিন্দু bindu.bangmoy.com
ফাগুনের বাতাসও
লাইন ভাঙতে পারলো না তাদের
হলুদ মেখে
জানালায়
ক্ষত বাড়ায় ।
বিন্দু bindu.bangmoy.com
০৭/০২/২০২০
নামজপ
বিন্দু bindu.bangmoy.com
বিনিদ্র শরীরে তোমার দাগ
আমায় ঘুম এনে দিল না।
ফাগুনের ঠাণ্ডা হাওয়ায় জেগে জেগে
স্বপ্নে দেখেছি একটা লাল পলাশ
ঠিক যেমনটা ঠাকুরমার ঘরের
জানালার পাশের বাগানে দেখতাম
বিন্দু bindu.bangmoy.com
কয়েক বছর পরে বাগানের সব গাছ কেটে
ফেললে আমি ভীষণ একা হয়ে যায়,
উঠোনের মাঝখানে তেঁতুল গাছটার
দিকে চেয়ে চেয়ে সন্ধ্যাটা পার করতাম।
বিন্দু bindu.bangmoy.com
মসজিদে আযানের ধ্বনি শুনতেই
ঘুম ভেঙ্গে গেল,
একটা লাল পলাশ
পুজোর থালায় মা এনে রাখলো
উলুধ্বনি বেজে উঠলো,
বিন্দু bindu.bangmoy.com
আর তুমি কেবল নামজপ করতে লাগলে
অনবরত কাউন্টিং মেশিনে
বিন্দু bindu.bangmoy.com
২৬/০৩/২০২০
ধানক্ষেতে
বিন্দু bindu.bangmoy.com
তোমার সাথে ধানক্ষেতে
বিকেল পেরোলো
প্রিয় সুরের ভায়োলিন তখনো
সমস্ত বিকেল আর কথাগুলো আমি
শুধু বলেই যাচ্ছি যাপনের যত কথা
বিন্দু bindu.bangmoy.com
তোমার চুলের শেষ পর্যন্ত আমার বুকের
নিঃশ্বাস, ঠোঁটেতে আদরের গোলাপ
এসে ভরে গেলো মুহূর্তের উজান,
আমাদের আলিঙ্গনে দাঁড় সোজা হলো
জলের বুকে শুয়ে জলপাথর বানালাম।
বিন্দু bindu.bangmoy.com
তোমার সাথে ধানক্ষেতে
সারাটা রাত কাটালাম।
ভেন্টিলেটর
বিন্দু bindu.bangmoy.com
ঘুম আসেনা, বিছানার এপাশ ওপাশ ছটফটানি।
একটা কালো বিড়াল প্রতিরাতে জানালা দিয়ে ঢুকে,
বিড়ালের সাথে বন্ধুত্ব হয়ে যায় নিরালায়। চোখের নিচে
কালো দাগের উপর প্রেমিকারা হেঁটে যায় নগ্ন হয়ে
তখনি দেখি নাকের উপর ভেন্টিলেটরের নল মধ্যরাতে
হঠাৎ কালো বিড়ালটি আমার বিছানায় উঠে বসে,
চুপি চুপি নাকের কাছে এসে আগ্রহী হয়ে দেখে যন্ত্রটি
ডিউমলাইটের আলোয় সমুদ্রে মরা লাশ ভাসতে দেখি
একটা কচ্ছপ এসেছে লাশ খেতে গত এক সপ্তাহ ধরে
কিছুই খায়নি। ভয় পেল যন্ত্রটিকে বিড়ালটি লাফ দিল
খাটের তলায় গেল পায়চারীর শব্দ বমি করলো সে।
কোথায় যেন শঙ্খ বাজে নিমের গন্ধ ভেন্টিলেটর ভেদ করে,
রাতে এখন আর কাক ডাকেনা, ভোরবেলায় শালিকের দল ছুটে
পাশের বাসায় উত্তম-সুচিত্রার রোমান্টিক জড়াজড়ি দেখে
রুমের উপরে ভেন্টিলেটরে জোড়া শালিকের শব্দ শোনা গেল, ভয়ে
বিড়ালটি চলে গেল জানালা দিয়ে সম্ভবত পাশের বাসার জানালায়।
বিন্দু bindu.bangmoy.com
১২/০৪/২০২০
মন্তব্য