ডুবন্ত কুয়াশায়...
প্রেরক প্রাপক
শীতের সকাল গুচ্ছ গুচ্ছ ধোঁয়া
শহর ভাসালো কোঁচকানো ভ্রুর শেষ প্রান্ত। হেমন্তের বিকেলে দু’একবার কড়া নেড়ে, পালিয়ে গ্যালো শীত।
অপেক্ষা কেবল শীতের জন্য... কুয়াশায় ডুবে যাওয়া রাস্তায়, পা খুঁজতে খুঁজতে হেঁটে চলা....
তেমন কুয়াশা দ্যাখা হয়নি বহুদিন!
বহুদিন ঘুম ভেঙে, চায়ে মুড়ি ভিজিয়ে খেতে খেতে অপেক্ষা করা হয়নিঃ আড়মোড়া ভাঙা হাতের আঙুলে ডার্বির গুচ্ছ গুচ্ছ ধোঁয়ায়
উদ্বাস্তু
প্রেরক প্রাপক
বিস্তৃত অন্ধকার সন্ধ্যামালতীর ঝোঁপ
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বারবার
উড়াল মোড়
বিষ্ণুর চায়ের দোকানকে অদৃশ্য করে, জ্বলে ওঠে সন্ধ্যার শহর। চায়ের ঘ্রাণ উড়ে যায় ইছামতির উপর দিয়ে... কদমরেণুতে জমে থাকা চুমু, ঝরে পড়ে টুপটাপ টুপটাপ।
বারবার উড়াল মোড়েই দ্যাখা হয়ে যায় আপনার সঙ্গে!
উড়াল মোড়ে
দু’ একবার...
একঘেঁয়ে সন্ধ্যায় ডাক দেয় শহর... লালন শাহ ব্রীজ পেরোতে পেরোতে, ফিরে আসে প্রথম ট্রেনের স্মৃতি.... ঈশ্বরদী জংশনের সেই বিস্ময়!
সন্ধ্যার ঝলমলে আলোয়, অদৃশ্য হতে থাকে বিষ্ণুর চায়ের দোকান
পোড়া ঘ্রাণ লুকায় হেমন্তের মাঠে...
আকাশ খুলে দাঁড়িয়েছে বিস্তৃত অন্ধকার...
উপরে না তাকালে কি বলা যায়
আকাশ কতোটুকু মেঘলা?
সন্ধ্যামালতীর ঝোঁপে স্মৃতি খোঁজে উড়াল মোড়
ছায়ারা উড়ে যায় পাখিদের ঘরে...
ডানা ছিলোনা!
প্রেরক প্রাপক
ক্লান্তি ...
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
শালিক পাখির মৃত্যুতে, ভেসে আসে পুরাতন ঝড়। মায়ের অপেক্ষা দরজা ধরে...
সন্ধ্যার রঙে আকাশ পাল্টায়! পাখিটা এসে পড়েছে, উঠানের ঠিক মাঝখানে। এই প্রথম ডানাহীন পাখি দ্যাখলো শিশুটি! প্রশ্নরা ছড়িয়ে ছিটিয়ে যায় উঠানে উঠানে...
তবে কি পাখিটা ফিরবে না ঘরে?
উড়ন্ত রাত্রিরবেলা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
স্মৃতির নিচেই কেবল
খুঁজে পাওয়া গ্যালোঃ মুখোরিত পাড়ার গলি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
প্রেরক প্রাপক
মুখোরিত স্মৃতি থানা রোডের রাত্রিগুলো
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
...একদিন হঠাৎই বড় হয়ে গ্যালো পাড়ার গলি। আচমকা খুলে গ্যালো স্মৃতিদের আনাগোনা...
চুরি করা রক্তগাঁদা ঝরে গ্যালো স্মৃতির নিচে। জল গড়িয়ে বড় হয়ে গ্যালো চোখের কোণ।
এইসব রাত্রির বেলায় অহেতুক ডুবে যায় আলোগুলো! উড়ন্ত ডানা নিয়ে অহেতুক ভেসে আসে ঘ্রাণ...
ঘুম ভাঙার পর
রূপসা বাসটা কোনোদিন আর পৌঁছাবেনা
রাজুর চায়ের দোকানে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
প্রেরক প্রাপক
কৌতূহল পেয়ারা বাগান
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ঘুম ভেঙে যাবে কি শিমক্ষেতের গোলাপী হাসির?
প্রেমিক পতঙ্গদের মুখোরিত বিকেল... মুখোমুখি দাঁড়ানো পেয়ারা গাছগুলো? ঘাসের নিচে ডুবে থাকা, আদুরে পায়েরা হেঁটে যায় কতদূর?
এখানেই বোনা হচ্ছে, ঘাসে ঘাসে ভাঙনের ভবিষ্যৎ... কদম রেণুর স্নান...
কদম রেণুতে বিস্মৃতি খেলা করে... যেন দ্যাখেনি মেঘের ভাঙন! কেবল আরও জেঁকে বসে রাস্তার কৌতূহল...
মন্তব্য