একজন ইউনিয়ন চেয়ারম্যান কয়েকজন যুবককে একটি ট্রাক দেখিয়ে বললেন, ‘ঐ টেরাকে আমার ব্যবসায়ীক চালানের চাল আইছে। বস্তাগুলান আমার বাড়ির গুদামে খালাস কর। আমি চললাম তমিজের বাড়ি। হুনলাম, তার ছোডো ছেলেটা না কি খাইতে না পাইয়া শেষ পর্যন্ত আত্মহত্যা করল।’
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এই বলে তিনি চলে গেলেন।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বস্তা নাড়াচাড়ার সময় কিছু চাল মাটিতে পড়ে গেলো।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
‘হালার ব্যাটাইন চাইয়া দ্যাখ, মোটা চাল।’
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তারপর তারা বস্তাগুলো ভাগ করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেলো।অবশ্য তমিজকে একবস্তা দিয়েছিলো।
মা’র কাছে মামাবাড়ির গল্প
একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। দাবি-দাওয়া মানা-না মানা নিয়ে উপাচার্যের গড়িমসি, টালবাহানা দেখে একজন শিক্ষার্থী জোড় গলায় বলল, ‘স্যার, আমাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
জবাবে উপাচার্য বললেন, ‘তোমার ভুলে গেলে চলবে না, তোমার পড়াশোনার খরচ কিন্তু কৃষক-শ্রমিকের ট্যাক্সের টাকায় চলে। তাই গলা এতো লম্বা করা যাবে না।’
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
- স্যার, আমার বাবা কিন্তু আপনার জুটমিলের শ্রমিক।
আইনের বিকল্প ধারা
দেশে জরুরী অবস্থা চলছে। চেকপোস্টে মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে পুলিশ ধরেছে। তার অপরাধ হেলমেট ব্যবহার না করা।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
একটি মামলা দিয়ে মোটরসাইকেল রেখে দিলো।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ঠিক তখনই আরেকজন মোটরসাইকেল চালককে আটকালো। তার অপরাধ আরও ঘোরতর। হেলমেট তো নাই-ই, আবার লাইসেন্সও নাই।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
লোকটি পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিলো। তারপর ফোনটি পুলিশকে দিলো। কিছুক্ষণ পর পুলিশ তাকে ছেড়ে দিলো।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ঘটনাটি দেখে প্রথম ব্যক্তি একটু ক্ষেপে গিয়ে ঐ লোকটিকে ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলেন।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পুলিশ মুচকি হেসে বললো, ‘রেগে লাভ নাই। আইনের বিকল্প ধারাও আছে, বুঝলেন।’
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
লেখক: শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়
মন্তব্য