‘ভালো আছি’ এই বাক্য বলে সবাইকে চলে যেতে বলি
চাল নেই ঘরে তবু ভালো আছি
খিদের কষ্ট সে তো ব্যক্তিগত অভিশাপ
রাজা মহারাজাদের দোষ দেবো কেন
জন্ম দেবার অপরাধ পিতা ও মাতার
আমি এই ‘ভালো আছি’ এই কথা বলে সকল দুঃখ বুকে টেনে
কাউকে দেবো না দোষ
খুন করে রক্তে মাখাবো হাত জেলে যাবো ভাতের অভাবে সেও ব্যক্তিগত আমল আমার
দোষ দেবো কেন
রাষ্ট্রের কাঁধে চড়ে পাবো না পাওনা
জেনেছি বলেই আমি চেপে গেছি জবানে আমার
চুপচাপ জাল বুনি একা একা নিজেই নিজের
আত্মঘাতী হবার কুহকে আছি পাওনা পাবো না বলে কাউকে নিহত করে চলে যাবো গারদখানায়
এইসব সারারাত ভাবি
ভেবে ভেবে নির্ঘুম আমেজ পোহাই
একটি খুনের প্রয়োজন একাধিক হত্যার আগে
কারখানা খুলে গেলে মজুরি কি মিলবে আবার
নাকি ভুখা ভাগ্যের জোয়াল কাঁধে সমগ্র জন্ম কেটে যাবে আমাদের ভাত চাই শ্লোগান মিছিলে
চাঁদ ডুবে গেলে আরেক পূর্ণিমার লোভে চেয়ে চেয়ে আকাশ কাটাই
নওল চাঁদের বুকে ভাতের মাড়ের ঘ্রাণ পাই
তবু তো ভরে না পেট পূর্ণচাঁদের উল্লাসে
এইসব নিয়ে আছি ‘ভালো আছি’ বলে বলে তসবীর দানা আউরাই
নগরে নেমেছে মেয়ে গতরের মাংস বিক্রি দিতে
ভাতের সানকি তার ভরে ওঠে যোনির ঘ্রাণে
তাও ভালো বেঁচে গেলো
বেঁচে থাকা দরকার যেটুকু সময় বেঁচে থাকা ইচ্ছেটা থাকে
আশ্বাসে আশ্বাসে কেবল সময় যায়
ঘরের আড়ার থেকে নেমে আসে ঘরগিন্নি সাপের শরীর
তবু তাকে চলে যেতে বলি
আরেকটু আকাশে তাকাই
যদি বেঁচে থাকা যায় আরেক প্রহর
যদি ফিরে পাই এক নগদ জীবন
বাকির খাতায় লগডাউন
সৈনিকের মতো চারিদিকে পাওনাদারেরা গিজগিজ
পুলিশ পিটিয়ে লাল করে দিল পাছার কাপড়
এখন কোথায় যাবো মহারানী
চাল দেবে কে
কান ধরে উঠেবসে ক্লান্ত
হাঁটুতে খিদের টান পেটে আকালের হাহাকার
এখন কোথায় যাবো কাকে খুন করে আমি হাজতের ভাত খেতে পাবো
আপনিই বলে দিন রাষ্ট্রপ্রধান
‘ভালো আছি’ মিথ্যের সঙ্গে আপোষ করতে আমি ব্যর্থ ভীষণ
খ
পৃথিবীতে খাদ্যের অভাব বলে কিছু নেই
সব দোষ পঙ্গপালের
আমাদের রাজা আছে রানী আছে আর আছে মন্ত্রীর ভিড়
চোর বলে কিছু নেই
সব ভাত খেয়ে যায় গরিবের পেট
রূপকথাতেই থাকে গোলা ভরা ধান
কৃষকের কাঁচা ধান কেটে দিয়ে যায় রাজার সেপাই
ছবি তোলা জীবন যাপন করি
কি দারুণ পৃথিবীতে বেঁচে আছি বোমারু বিমান
তুমিই বরং বল কি ফল ফলেছে আজ কল্পতরুতে
মানুষের মৃত্যুই আজ দিতে পারে সুস্থির বণ্টন
ওষুধের বাজার দখলে এসো পাঞ্জা লড়ি
মুনাফার পৃথিবীটা কোম্পানির আরোগ্যবিতান
ভাতের বিকল্প ঔষধ আবিষ্কার হলে ক্ষুধার কান্না নিভে যাবে
এইসব ভাবনার পর ত্রাণের ট্রাকের বুকে একজোড়া ডানা জুড়ে দেই
যদি সে আকাশ থেকে নেমে আসে আমাদের ক্ষুধার্ত উঠোনে
আমরা সকল লুটে নেবো আমাদের পাওনা মেটাতে
মৃত্যুর দরজায় দাঁড়ানো মানুষ
মামলার ভয় আর কিসে
গ
খিদে পেলে ঘুম যাও
হাড়িতে পাথর রান্না হচ্ছে
ঘুম থেকে উঠে গরম পাথর খেও সোনা
মরে গেলে জানতে চেয়ো না কি তোমার অপরাধ
কেন তুমি ভাতের জন্য কেঁদেছিলে
এতো বেশি বোমা ফেলে হেরে গেলো রাজা
সেই বেদনায় মার্সিয়া করো
পৃথিবীকে ছিঁড়ে খুঁড়ে ফালাফালা করে
এখন বোকার মতো নিদান তালাশ
কে কাকে বাঁচাবে বলো মুর্দাফরাশ নেই এ এমন মৃত্যু হিড়িক
তারচেয়ে চকলেট ট্রফির মতো বুলেট বারুদ আর মিসাইল চোষো
খুব বেশি খিদে পেলে মানুষের মাংস খেও
রাজা রানী মন্ত্রীর হাড়
তাও যদি না ই পারো
খিদেকে ঘুমোতে দাও কফিনের নীরবতা মেনে
০৩ মে ২০২০
ভাল লিখেছ। আমাকে চিনতে পারছ?
উত্তরমুছুন