হস্তমৈথুনের ডাক
বৃদ্ধখাটের উপর চিৎ শুয়ে আছে একটি তরুণ অন্ধকার
রে তখন খাটের স্মৃতিরা উস্কে উঠতেই জানা গেলো—
খাটও একদা বিনিময় ক’রেছে ঘুমের ঘনঘুম
প্রকৃতপক্ষে যে ঘুমের পেছনে ছিলো সঙ্গমের সশস্ত্র ভূমিকা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আর লিঙ্গের নানারকম ভাবমূর্তি দেহের ভেতর তল্লাশি চালায়
কখনো সে বিস্ময়কর আইসক্রীম কখনো লুপ্তির ফুল
অন্তর্নিহিত মাতাল রস ঢেলে দেয় শুকনো বাতাশে;
খাটের উপর ইতিহাস— ফসলের পুরো পাণ্ডুলিপি পারাপার
অথবা আলোছায়ার চিরন্তন বন্ধুত্ব প্রবেশ করে খাটের আত্মায়
সেবার আকাশে প্রচুর আকাশ— অবিরাম সম্মোহন
অবিরাম সাধনায় লাল রক্ত শাদা রক্ত হ’য়ে গেলো
বিমুগ্ধ খাটের মন তারপর পিপাসার কাছে নত হয়, নত শতবার;
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এইসব অনেক পুরনো স্মৃতিকথা শুনতে শুনতে
একটি তরুণ অন্ধকার প্রকাণ্ড পুরুষ হ’য়ে ওঠে
ভূ-ভূমিকা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
চাকা গড়িয়ে চলেছে অবিরাম গোলাকার বোধ নিয়ে
ক্ষুধার্ত ঢোলের সাথে নাচের ঐক্যতা আছে সুপ্রচুর
চাকা পুজো করি কেননা চাকার ভেতর একটি গোল আছে
ঢোলের চামড়া ফেটে বের হ’য়েছে লোমকূপের ক্রোধ
দেখো সেই ক্রোধে মগ্ন নাচ আছে, নিরুপায় গোল আছে
গোলাকার তুমি গোলাকার আমি আর গোলাকার পৃথি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
চাকার নিখুঁত গোলে গড়িয়ে গড়িয়ে এলো বিশ্ব পৃথিবীর বীর্য
বীর্য গোলাকারে তুমি ঢোল ও নাচের মুদ্রা তুলে নাও
সতীর্থ তুলো
পেট ফাটানো শিমুল তুলো ত্রিবাতাশে শিস দিয়ে খেলা করে;
মাঠের নতুন রোদ আর ঝড়ো বাতাশের হাওয়ায় চেপে
তুলোর নরম বিশ্ব— ফেটে বেরনোর খুশিতে বিদিক ভাসমান
কী দারুণ উড়ন্ত তুলোর সাথে অচেনা নারীর আন্তরিক মিল আছে
বুক উত্থিত নারীর মৌনভূমি; ভীষণ ভূমির উঁচু উঁচু স্নেহধারা
নারী ও নারীরা যখন হারিয়ে ফেলে স্তনের উচ্চতা
বায়ুভর্তি তুলোর উড়ন্ত রূপ তাদের ভরসা দেয়
অথবা একটি শীত এসে ঠিক তুলোর ভেতর শুয়ে পড়ে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আকাশের কপাল অনেক প্রশস্ত যেখানে সৌভাগ্য আছে
যেখানে রোদ্দুর এসে ব্যাপক পরিয়ে দেয় মধ্য গগণের টিপ
এমন অশেষ তৃণমূল মাঠ; এমন অশেষ মাঠের মধুর শিস
উড়ন্ত তুলোর কাঁধে চড়ে আমি ঘোড়া-ঘোড়া খেলছি মাইরী
যাদুকরী যদি
একমাত্র দরোজায় পাল্লা আছে, একটি চৌকাঠ আছে, আছে কব্জা আর খিল
ঘর মানে শুধুই চারটি দেয়াল! —কে তুমি ঘরে আছো সমকাল
সত্যিই কী দেখা হবে? —দেখা হ’লে ফের বাকী কথা হবে
মনে আছে বাকী মানে অফুরন্ত; কেবলি বকেয়া নয়
জানি মিথ্যে নয় পিঁপড়ের দাঁত— দাঁতের সদিচ্ছা বেঁচে থাক
হোক তবু অগ্রিম পিঁপড়ে— হোক তবু অশেষ কামড়
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
রে দরোজা খুলতেই ঘরের দেয়ালে ঝুলে আছে একটি নির্বাক মৃতদেহ
ঝুলন্ত ক্যালেণ্ডারের মুখ দিয়ে পর্যাপ্ত বেরিয়ে গেছে বারোমাস লম্বা জিভ
বসন্ত বিহার
বোতলের মদটুকু শুষে নিয়ে অপলক বসন্ত ফুটেছে
পাতার মর্মর তুলে; ফুলে ফুলে অশেষ বাগান রঙে রঙে চারিধার
মালি নেই তবু আকন্দ গাছটি নির্জন শেকড়ে তেমনি অটুট
কতোশত ঝরাপাতার মাঝেও পৃথিবীতে বেশ মদের বোতলখানা আছে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ভীষণ বোতল; ভীষণ মদের টানে বসন্ত বিহার
একটি মাতাল পাতা মাঝে মাঝে পৌঁছে যায় গাছের তলায়
এতো বিচ্ছেদ এতো যে জীবন ও সময় সত্যিই কী ফুরিয়ে যাবে
যা কিছু রূপসী চুল চিরুণীর দাঁতে উঠে এসে কেমন বেদনা হ’য়ে যায়
আকন্দ গাছটি মাথা আঁচড়িয়ে ফেলে দিচ্ছে একটি একটি পাতা
মৃত পাতাটির দিকে চেয়ে আছে উড়ন্ত একটি কৌতূহলী চিল
এ কি পড়লাম মধু মধু
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন