মানুষ - মানুষের পরমাত্মা
প্রত্যাগত স্বভাবে মানুষ, তুমি
হাতের তালুতে নিয়ে বসো জ্যোৎস্নার গোলা
আমি এক পরাভূত কবি
করোটিতে নিয়ে আসি দিস্তায় দিস্তায়
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
লিখতে বসি
কালি সে-ই আজন্মের একফোঁটা অন্ধকার
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কিছুই তো স্থির নয়— আর ফুরিয়ে যায় না কিছুই
না জ্যোৎস্নার রঙ
না অন্ধকার
না তুমি
না তোমার মতো মানুষ সকল
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তবু মানুষ ও মানুষের মতো অশ্লীল যা কিছু সহজ
পূর্ণ করে লেখা হয় না
অংক না জানা তোমার পরমাত্মা আর তোমাকে
লিখে শেষ করা যায় না কখনোই
কবি তাই দিনরাত অপেক্ষা করে মৃত্যুর
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তোমার পরমাত্মা অন্তত এটুকু জানে—
মানুষ কেবলই মৃত্যুর মূহুর্তে পরিপূর্ণ সুন্দর
মার্জিনের শব্দাবলি– ৩২
প্রাণ সংক্রান্ত একটি কবিতা লিখতে গিয়ে
দেহ ঢুকে গেলো প্রাণের ভেতর
মার্জিনের শব্দাবলি– ৩৩
ওই দিকে যাচ্ছি
ওই দিকে যাচ্ছি না
জনাব, আমার চোখ খুঁজে পাচ্ছি না
হাইপোথিসিস
মেল পোর্ট প্রবেশ করানো হলে
সঙ্গে সঙ্গে ফিমেল পোর্টে দেখা যায় আগুনের ফুলকি
অর্থাৎ— পজিটিভ সিগন্যাল।
তুমি শুন্য আমি শুন্য
তোমার হৃৎপিণ্ডের ক খ গ ঘ
মস্তিষ্কের অদ্ভুত কঙ্কাল (যে কঙ্কালকে তুমি কল্পনা বলো)
তোমার বাগযন্ত্রের শব্দ অথবা বাক্য উৎপাদন - সেসবের তরঙ্গ - তরঙ্গ দৈর্ঘ্য
তোমার চোখ (চোখদুটো অমন কেন?)
চোখের পাতার ওঠানামা - দৃষ্টিকোণ - দৃষ্টির গাণিতিক ব্যাস - ব্যাসার্ধ
বিদ্যালয়ের কমপ্লেক্স রাস্তায় প্রতিদিন ফেলে আসা তোমার অযুত অযুত চিন্তা
চিন্তার লক্ষ লক্ষ পায়ের ছাপ
ইত্যাদি এবং ইত্যাদির অতীত - ভবিষ্যত—
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমি তো শিল্পী নই, অথচ এইসব আঁকতে আঁকতে শুন্য হয়ে যাই
বিশ্বাস করো, আমি পুরোটাই একেবারে তুমি হয়ে যাই
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তুমি মানে শুন্য
স্বাভাবিকের চেয়ে অনেক বড় একটা শুন্য
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কোনোদিন জানতে চেয়ো না–
তুমি শুন্যের মতো দিগন্তহীন
আর অশোধিত সুন্দর কেন?
তোমাকে নিবেদিত ঘুম
চোখ দুটিতে বিষের যতো ঘুম
ঘুমের চোখে ঘুমের মতোই থাকো
একটি করুণ স্বপ্ন গুঁজে রাখো
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পেঁচিয়ে থাকো সাপের মতো শরীর
আমি তো সব বিদ্যা ভুলে যাই
পুরোনো ভয় পাই
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ভুল আবেগের পরশ তবু মেখে
দেখছো কেমন শিকল পরি পায় !
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কিন্তু জেনো—
শুকনো ঠোঁটেও হাসতে পারা যায়
তুমি শূন্য আমি শূন্য, খুব ভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ। ভালো থাকুন...
মুছুন