মেয়েটি মৃত ভাঙা ডানার পালক
এখানে বসেছি হাট বাজার থেকে দূরে- আমার আত্মীয়
নেই আজ, ঘুড়ি বানানো ভুলে গেছি বাজারি বইয়ে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
যে মেয়েটি কথা বলতো সেই মেয়েটি আজ উঠে গেছে দূরে চাঁদের পাহাড়ে।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেই পাহাড়েও থাকেনি মেয়েটি, তার থেকে আরও দূরে
অরণ্যে সেই মেয়েটি বাস করে একা একা অক্ষরহীন পাহাড়ে!
অরণ্যের সুরে শব্দে মেয়েটি কথা বলছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কেনাবেচার শব্দ অক্ষরে এর কোনো অর্থ দাঁড়াচ্ছে না!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ভাঙা ডানার পালক উড়ছে বাগিচা বাজারে-
চৈত্রের হাওয়া থেকে উড়ে এসেছে বৈশাখে!
মৃত কথাগুলো গলে যায়! এভাবেই মিশে যায় মেঘে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
মৃত কথার কফিনে --- নিজের ভিতরে!
২ মে ২০২০
নিজের প্রতি নিজে
বিছিন্ন ভূখণ্ড হতে তীব্র ক্ষুধা নিয়ে কবিতার দম না আসা রাতে
নিজেদের ভিতরে মাংসের গন্ধে কী এক যাদু চলছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পাঁচটা দশক গেলো! তবুও স্বাস্থ্য, খাদ্য কার্ড নাই ঘরে!
যুদ্ধের ভিতরে কী এমন রঙিলা দৃশ্য ছিলো-
মানুষ মরে গেলো! মানুষ দাম পেলো না শুধু!
নেতারা আজ মিথ্যাবাদী রাখাল ছেলে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দিয়ে যে পাখিগুলো ওড়ে
তাদেরও অসুখ হয়! মন্ত্রণালয়ের দামী গাড়ি এসব থামাতে পারে না!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
নিজেদের মৃতদেহে বসবাস করে একটি গান লিখেছি
আয়ু ও রুটির। প্রতিবেশীর লজ্জা-মুখ আজ
প্রেমিকার কাতরতা মতন শরীরে প্রকাশ্য ঝুঁলে ঝুঁলে ডাকছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বাজারে আমাকে যারা বিক্রি করতে নিয়ে গিয়েছিলো-
যারা আমার হাতে দানকৃত খাবার তুলে দেয়-
এখনও যারা ঘরে বসে পাখির মাংস খাচ্ছে-
আমি তাদের মনে রাখছি মনের খাতায়!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এই বিছিন্ন ভূখণ্ড হতে একদিন আমরা বের হয়ে যাবো!
মানুষের কাতারে দাঁড়াবো, মেশিনের বিপরীতে
আমাদের খাদ্য পানীয় জোগান হবে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কালো ঘর থেকে দূরের ও কাছের মানুষ সবাই সমান!
১৯ এপ্রিল ২০২০
পাথরপাখি
ঘুমবাড়ি বিফলে যায় কোকিল প্রহরে
এই এপ্রিলেও শিয়াল দখলে ওঠে বাড়ির উঠোনে,
একটি কুকুর ভয়ে শুধু ভাঙা গলা ব্যবহার করে!
গরীব মুয়াজ্জিনের সুর বড়ই অজানা, অচেনা লাগে!
দূরের মরাবাড়ি থেকে আতরের গন্ধ আজ ছড়িয়েছে
সমস্ত গ্রামে, ইমাম ফোকাসে আজ তাঁর
সফেদ পোষাকের জন্য নয়, মরাবাড়ি
বাড়ির ভিতরে-বাহিরের দৃশ্যে! এই পোষাক
আড়াল করার কোনো উপায় কী আছে?
এখনই গুহাকাল, গুহার ভিতরেও বসে থাকি
নরম পালকের ভিতরে লিখে রাখি করুণ ব্যাধি!
একটি অচেনা পাখি এসেছিলো বিকালে, উড়াউড়ি করে
শুধু খসে পড়ে পাথরের ধুলি, এর নাম পাথরপাখি
আকাশে উড়ে এর আগে দেখেনি কেউ, পাখি বিশেষজ্ঞ!
পাথরপাখি এখন থেকে দেখবে কেউ কয়লাখনিতে
বা সবুজ পাতার কচি একটাকুঁড়ির কাছে, এদের শব্দে
টাকা তৈরি হয় মালিকের মেশিনে, গার্মেন্টস পাড়ায়
৫ এপ্রিল ২০২০
এখানে বসেছি হাট বাজার থেকে দূরে- আমার আত্মীয়
নেই আজ, ঘুড়ি বানানো ভুলে গেছি বাজারি বইয়ে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
যে মেয়েটি কথা বলতো সেই মেয়েটি আজ উঠে গেছে দূরে চাঁদের পাহাড়ে।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেই পাহাড়েও থাকেনি মেয়েটি, তার থেকে আরও দূরে
অরণ্যে সেই মেয়েটি বাস করে একা একা অক্ষরহীন পাহাড়ে!
অরণ্যের সুরে শব্দে মেয়েটি কথা বলছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কেনাবেচার শব্দ অক্ষরে এর কোনো অর্থ দাঁড়াচ্ছে না!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ভাঙা ডানার পালক উড়ছে বাগিচা বাজারে-
চৈত্রের হাওয়া থেকে উড়ে এসেছে বৈশাখে!
মৃত কথাগুলো গলে যায়! এভাবেই মিশে যায় মেঘে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
মৃত কথার কফিনে --- নিজের ভিতরে!
২ মে ২০২০
নিজের প্রতি নিজে
বিছিন্ন ভূখণ্ড হতে তীব্র ক্ষুধা নিয়ে কবিতার দম না আসা রাতে
নিজেদের ভিতরে মাংসের গন্ধে কী এক যাদু চলছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পাঁচটা দশক গেলো! তবুও স্বাস্থ্য, খাদ্য কার্ড নাই ঘরে!
যুদ্ধের ভিতরে কী এমন রঙিলা দৃশ্য ছিলো-
মানুষ মরে গেলো! মানুষ দাম পেলো না শুধু!
নেতারা আজ মিথ্যাবাদী রাখাল ছেলে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দিয়ে যে পাখিগুলো ওড়ে
তাদেরও অসুখ হয়! মন্ত্রণালয়ের দামী গাড়ি এসব থামাতে পারে না!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
নিজেদের মৃতদেহে বসবাস করে একটি গান লিখেছি
আয়ু ও রুটির। প্রতিবেশীর লজ্জা-মুখ আজ
প্রেমিকার কাতরতা মতন শরীরে প্রকাশ্য ঝুঁলে ঝুঁলে ডাকছে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বাজারে আমাকে যারা বিক্রি করতে নিয়ে গিয়েছিলো-
যারা আমার হাতে দানকৃত খাবার তুলে দেয়-
এখনও যারা ঘরে বসে পাখির মাংস খাচ্ছে-
আমি তাদের মনে রাখছি মনের খাতায়!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এই বিছিন্ন ভূখণ্ড হতে একদিন আমরা বের হয়ে যাবো!
মানুষের কাতারে দাঁড়াবো, মেশিনের বিপরীতে
আমাদের খাদ্য পানীয় জোগান হবে!
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কালো ঘর থেকে দূরের ও কাছের মানুষ সবাই সমান!
১৯ এপ্রিল ২০২০
পাথরপাখি
ঘুমবাড়ি বিফলে যায় কোকিল প্রহরে
এই এপ্রিলেও শিয়াল দখলে ওঠে বাড়ির উঠোনে,
একটি কুকুর ভয়ে শুধু ভাঙা গলা ব্যবহার করে!
গরীব মুয়াজ্জিনের সুর বড়ই অজানা, অচেনা লাগে!
দূরের মরাবাড়ি থেকে আতরের গন্ধ আজ ছড়িয়েছে
সমস্ত গ্রামে, ইমাম ফোকাসে আজ তাঁর
সফেদ পোষাকের জন্য নয়, মরাবাড়ি
বাড়ির ভিতরে-বাহিরের দৃশ্যে! এই পোষাক
আড়াল করার কোনো উপায় কী আছে?
এখনই গুহাকাল, গুহার ভিতরেও বসে থাকি
নরম পালকের ভিতরে লিখে রাখি করুণ ব্যাধি!
একটি অচেনা পাখি এসেছিলো বিকালে, উড়াউড়ি করে
শুধু খসে পড়ে পাথরের ধুলি, এর নাম পাথরপাখি
আকাশে উড়ে এর আগে দেখেনি কেউ, পাখি বিশেষজ্ঞ!
পাথরপাখি এখন থেকে দেখবে কেউ কয়লাখনিতে
বা সবুজ পাতার কচি একটাকুঁড়ির কাছে, এদের শব্দে
টাকা তৈরি হয় মালিকের মেশিনে, গার্মেন্টস পাড়ায়
৫ এপ্রিল ২০২০
মন্তব্য