টোকা
ঝাঁক-ঝাঁক টোকা শরীর না পেয়ে উড়ে যাচ্ছে মহাশূন্যের দিকে
০.০৮ আলোকবর্ষ পর— সকালে, টোকাসমগ্র
দাড়ি শেইভ করা একটি গ্রহের অক্ষে ঢুকে গেলে,
এলিয়েনগুলোর সুড়সুড়ি রেকর্ড হবে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
রেকর্ডগুলো থ্রিডি মডেলের কবিতা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
শরীরে— ভিনগ্রহের,
আলোকবর্ষ আগের টোকা পড়ছে
এই অনুভূতির সাইডে ফিল করছি একাকীত্ব
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এই হলো সেই রেকর্ডসমূহের প্রিন্টেড পেপার
নদীসুলভ কবিতা
দেহভ্রমণকালে টের পাই: পৃথিবীর সমস্ত নদী
চোখের [এবং কল্পনারও] ভেতরে আলাদা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তবুও যারা ইলিশঠোঁটিয়াল
বুক পেলে খলবলায় [ভাটিয়াল, আ(হা!)-নন্দের বাদ্য বাজাও]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমার বামহাত ডানহাত নেই;
এসব ছাড়াই দেখতে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
খানিকটা— ↑
← •°• →
↓ :এমন
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অর্থাৎ, উড়তে না পারা কাকতাড়ুয়াদেরই
মাথা আর পাছা আলাদা (নদীর যেমন?)
সময়ের সাথে সম্পর্ক
জিন-ডানায় ভাসতে ভাসতে যেসব চুতিয়া সময় আমার কাছে এসেছে
তাদের কোলে উঠে দোল খাচ্ছি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অনুসিদ্ধান্ত: ১
আমরা (সময় ও আমি) হই সমকামী
[সূত্র: নাজমুল হোসাইন হলো সময়ের অংশ]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অনুসিদ্ধান্ত: ২
আমাদের সম্পর্ক হলো পরকীয়ার
[সূত্র: মানুষ মাত্রই সময়ের অংশ]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
মানব জনমে— দোল খাচ্ছি একে অন্যের মুখে
নঞর্থক আমি
চিন্তায় বিক্রিয়া করছে— রক্ত ও অ্যামনিয়টিক
বুদবুদ উসকে আসছে পারফিউম
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পাশে থাকা নঞর্থক আমি—
চকচকে ছিটিয়ে দেহকে ফাঁদে ফেলেছি
ইলেকট্রিক বাল্বের ভেতর
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
নগ্ন-সে ফিলিংস কুড়াচ্ছে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আর আমি বাহুল্য ঝেড়ে
উড়ে উড়ে চর্চা করি সম্পর্কের আন্তঃরস
নিহিলিস্ট তরমুজ : নঞর্থক আমি
নঞর্থক থাকা আঁকতে পারে কবি/দার্শনিক/স্বচ্ছতম-ব্যক্তিটি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
হৃদ-ভাঙা নিহিলিস্ট তরমুজের রঙ নাই যার
ড্রাফটে— তার: মুখ → পোস্টার
আর্ট→ বিজ্ঞাপন-অভিনেত্রির
দন্তদর্শন দৃশ্য
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কয়েকটি আর্টের পেছনে দৃশ্যকল্প পার্ক করে
নাগর(ইক)দোলা-তে উঠে বসেছে হাওয়া
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
চাপের ঠ্যালায় সারি সারি দ্রষ্টাবৃন্দ বেরিয়ে যাচ্ছে
আর দিচ্ছে হাওয়াবাদী গালি
বয়স
ধূমকেতুর প্রচ্ছদে সীমানা ভাঙছে জ্যামিতিক
ছায়া— এর ইনফিনিটি মর্মের ভেতর
মানুষের বয়স হয় না
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
প্রতিটি সমাপ্তি গাণিতিক চরিত্র পেয়ে জেগে ওঠে
যে-চরিত্রগুলো বাহুবাহী জীবঅণু
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বাহু: জাস্ট অ্যা স্ট্যাণ্ড অব ভায়োলিন।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অসমাপ্তটুকু চূড়ান্ত রঙ নিয়ে আলোকরশ্মির ভেতর লীলা করে, আর—
ডুবে থাকে শব্দতরঙ্গের গ্লাসে
সেজুতি আমার পার্টনার
বেডরুমের ভেতর একফালি কেকের মতো স্লিপিং ড্রেসটাকে,
কাঁটাচামচ দিয়ে আটকায় দিলে—
শুরু হয়ে যায় ট্রাফিক জ্যাম
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বহুজন এড়িয়ে বেডরুমের যে-রাস্তা হয়ে উঠেছে শহরের মাস্তান
তার ট্রাফিক লাইটের—
সবুজবাতি: এক চিমটি চিৎকারের গুড়া
লালবাতি: একটি মুখবন্ধ পেইন্টিং
হলুদবাতি: স্বয়ং মৌনখালা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেজুতি আমার পার্টনার হলেও ভালোবাসে পদ্ম,
ওর রুম আলাদা
ধারণা করি: সাগরের লেজের পাশে সন্তরণমান
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেজুতি সপ্তাহে একবার বেড়াতে আসে দেশে
সেইদিন— মাস্তান রাস্তাটি
সবগুলো বাতি জ্বালিয়ে দিয়ে ধ্বংস ঘটায়।
তিনটি শূন্যের সাথে
তিনটি শূন্যের সাথে তিনজন মেয়ে শুয়ে থাকতে পারে না—
এই না-পারা ক্ষেত্রজুড়ে বিবিধ গুজব
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বহুগামী খ্যাপাটে সায়েন্টিস্টরা— রাসায়নিক পাড়ায়
জোরে হর্ন বাজিয়েছেন বলে
গলে যাচ্ছে এন্টার্কটিকার বরফ
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ট্রিপল জিরো সাইজের বৃত্তে ঢুকে—
পলাতক একখণ্ড বরফ ভেসে বেড়াচ্ছে
ঝাঁক-ঝাঁক টোকা শরীর না পেয়ে উড়ে যাচ্ছে মহাশূন্যের দিকে
০.০৮ আলোকবর্ষ পর— সকালে, টোকাসমগ্র
দাড়ি শেইভ করা একটি গ্রহের অক্ষে ঢুকে গেলে,
এলিয়েনগুলোর সুড়সুড়ি রেকর্ড হবে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
রেকর্ডগুলো থ্রিডি মডেলের কবিতা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
শরীরে— ভিনগ্রহের,
আলোকবর্ষ আগের টোকা পড়ছে
এই অনুভূতির সাইডে ফিল করছি একাকীত্ব
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
এই হলো সেই রেকর্ডসমূহের প্রিন্টেড পেপার
নদীসুলভ কবিতা
দেহভ্রমণকালে টের পাই: পৃথিবীর সমস্ত নদী
চোখের [এবং কল্পনারও] ভেতরে আলাদা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
তবুও যারা ইলিশঠোঁটিয়াল
বুক পেলে খলবলায় [ভাটিয়াল, আ(হা!)-নন্দের বাদ্য বাজাও]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আমার বামহাত ডানহাত নেই;
এসব ছাড়াই দেখতে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
খানিকটা— ↑
← •°• →
↓ :এমন
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অর্থাৎ, উড়তে না পারা কাকতাড়ুয়াদেরই
মাথা আর পাছা আলাদা (নদীর যেমন?)
সময়ের সাথে সম্পর্ক
জিন-ডানায় ভাসতে ভাসতে যেসব চুতিয়া সময় আমার কাছে এসেছে
তাদের কোলে উঠে দোল খাচ্ছি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অনুসিদ্ধান্ত: ১
আমরা (সময় ও আমি) হই সমকামী
[সূত্র: নাজমুল হোসাইন হলো সময়ের অংশ]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অনুসিদ্ধান্ত: ২
আমাদের সম্পর্ক হলো পরকীয়ার
[সূত্র: মানুষ মাত্রই সময়ের অংশ]
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
মানব জনমে— দোল খাচ্ছি একে অন্যের মুখে
নঞর্থক আমি
চিন্তায় বিক্রিয়া করছে— রক্ত ও অ্যামনিয়টিক
বুদবুদ উসকে আসছে পারফিউম
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
পাশে থাকা নঞর্থক আমি—
চকচকে ছিটিয়ে দেহকে ফাঁদে ফেলেছি
ইলেকট্রিক বাল্বের ভেতর
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
নগ্ন-সে ফিলিংস কুড়াচ্ছে
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
আর আমি বাহুল্য ঝেড়ে
উড়ে উড়ে চর্চা করি সম্পর্কের আন্তঃরস
নিহিলিস্ট তরমুজ : নঞর্থক আমি
নঞর্থক থাকা আঁকতে পারে কবি/দার্শনিক/স্বচ্ছতম-ব্যক্তিটি
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
হৃদ-ভাঙা নিহিলিস্ট তরমুজের রঙ নাই যার
ড্রাফটে— তার: মুখ → পোস্টার
আর্ট→ বিজ্ঞাপন-অভিনেত্রির
দন্তদর্শন দৃশ্য
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
কয়েকটি আর্টের পেছনে দৃশ্যকল্প পার্ক করে
নাগর(ইক)দোলা-তে উঠে বসেছে হাওয়া
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
চাপের ঠ্যালায় সারি সারি দ্রষ্টাবৃন্দ বেরিয়ে যাচ্ছে
আর দিচ্ছে হাওয়াবাদী গালি
বয়স
ধূমকেতুর প্রচ্ছদে সীমানা ভাঙছে জ্যামিতিক
ছায়া— এর ইনফিনিটি মর্মের ভেতর
মানুষের বয়স হয় না
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
প্রতিটি সমাপ্তি গাণিতিক চরিত্র পেয়ে জেগে ওঠে
যে-চরিত্রগুলো বাহুবাহী জীবঅণু
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বাহু: জাস্ট অ্যা স্ট্যাণ্ড অব ভায়োলিন।
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
অসমাপ্তটুকু চূড়ান্ত রঙ নিয়ে আলোকরশ্মির ভেতর লীলা করে, আর—
ডুবে থাকে শব্দতরঙ্গের গ্লাসে
সেজুতি আমার পার্টনার
বেডরুমের ভেতর একফালি কেকের মতো স্লিপিং ড্রেসটাকে,
কাঁটাচামচ দিয়ে আটকায় দিলে—
শুরু হয়ে যায় ট্রাফিক জ্যাম
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বহুজন এড়িয়ে বেডরুমের যে-রাস্তা হয়ে উঠেছে শহরের মাস্তান
তার ট্রাফিক লাইটের—
সবুজবাতি: এক চিমটি চিৎকারের গুড়া
লালবাতি: একটি মুখবন্ধ পেইন্টিং
হলুদবাতি: স্বয়ং মৌনখালা
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেজুতি আমার পার্টনার হলেও ভালোবাসে পদ্ম,
ওর রুম আলাদা
ধারণা করি: সাগরের লেজের পাশে সন্তরণমান
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
সেজুতি সপ্তাহে একবার বেড়াতে আসে দেশে
সেইদিন— মাস্তান রাস্তাটি
সবগুলো বাতি জ্বালিয়ে দিয়ে ধ্বংস ঘটায়।
তিনটি শূন্যের সাথে
তিনটি শূন্যের সাথে তিনজন মেয়ে শুয়ে থাকতে পারে না—
এই না-পারা ক্ষেত্রজুড়ে বিবিধ গুজব
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
বহুগামী খ্যাপাটে সায়েন্টিস্টরা— রাসায়নিক পাড়ায়
জোরে হর্ন বাজিয়েছেন বলে
গলে যাচ্ছে এন্টার্কটিকার বরফ
লিটলম্যাগ বিন্দু bindu.bangmoy.com
ট্রিপল জিরো সাইজের বৃত্তে ঢুকে—
পলাতক একখণ্ড বরফ ভেসে বেড়াচ্ছে
দুর্দান্ত সব। অনুসিদ্ধান্ত দুটি মুখস্থরাখলাম!
উত্তরমুছুনভালোবাসা জানবেন, মাইকেল ভাই।
মুছুনআজ কথা হবে ম্যালা...
মুছুনবহুমাত্রিক নান্দনিক ভ্রমণ, 💐
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনপড়লাম। সবগুলোই দুর্দান্ত লেগেছে। বয়স কবিতাটা আলাদা মাত্রা পেয়েছে।
উত্তরমুছুনশুভকামনা কবির জন্য।
ধন্যবাদ
মুছুননদীসুলভ কবিতা / নিহিলিস্ট তরমুজ : অনবদ্য
উত্তরমুছুন