*
বলি না কিছুই
চুপিচুপি চাবুকের নাচ দেখি
আগুনের ট্যাবুঘরে সুঁইয়ের চুম্বন
মাথার সিথানে এসে বিদ্ধ করে বুক
হাওয়াকলে মৃত্যুর গান শুনি।
*
উঠানসমুদ্রে কখনো কি লেগে থাকে উল্কাপাতের নমুনা?
অথচ দাবী তোমার
এখানেই ঘটেছিলো দুর্লভ হস্তীস্নান
হে বোবা মাহুত
খুলে দেখাও এবার ত্বকের পোষাক।
*
ভুলপথ পাড়ি দিয়ে
তোর চোখ গেল মরে
নৌকার গলুই থেকে নদীর দূরত্ব বেড়ে গেলে
ডানার পালক খসে যায়।
*
আয়না অস্বচ্ছ হলে
তুমি দেখাও শিল্পের কলা
নিজের শিশ্নতে আঁকো
শিম্পাঞ্জির মুখ।
*
দ্বিখন্ডিত দুনিয়ায়
তুমি আমি নুনের আকার
পরস্পর বিদ্ধ হয়ে
গড়ে তুলি দীর্ঘ অনুস্বার।
*
ধীরে ধীরে ফুটছে সুবহে সাদিক
আমি তার অলুম্বুত রহস্য গায়ে মেখে
একা একা হাঁটছি উল্টা দুনিয়ার দিকে।
*
মৃত্যুর আগে একজন মানুষ অনেকবার মরে
কিন্তু জানাজা হয় না বলে
কেউ তা দেখতে পায় না।
*
বসন্ত প্রকৃতিতে ফোটে, বিজ্ঞাপনে নয়।
মন্তব্য