প্রথম কবিতা
বেড়ালের মতোন একা পঁয়চারীর জীবন।
রাত্রি নিশীথের তীব্র সামুদ্রিক গানের আঁচড়ে পরা কূলে,
তবু হেঁটে যেতে হয় নিঃশব্দে।
শব্দের শূন্যতাবোধের গর্জন থামিয়ে দিতে পারে কোলাহল
হয়ত সভ্যতারাও যেতে পারে কোমায়।
মাত্র চার পাঁচ বছর আগেকার দীর্ঘ রাতগুলোর মতোন
মায়ের কবরের পাশে বসে থাকতে হয় সমুদ্র পাড়ে,
কোথাও কোন বেরসিক নাবিক
একটুকরো আলো ছুঁড়ে দিবে বোলে।
কোথাও কোনো এক পরিচিত পথে
কোন এক চেনা বেড়ালের ডাকের লোভে,
বেঁচে থাকতে হয়।
বন্ধু।
বেঁচে থাকতে হয় বেঁচে থাকার তাগিদে।
১৫'ই ফেব্রুয়ারি ২০২০
দ্বিতীয় কবিতা
একা
এই সমুদ্রে
চাল চোর তেল চোর দের তীব্র উল্লাসে
চোরের রাজার হুঙ্কার।
একা
এই সমুদ্রে
আমার সাঁতরে যাবার মতোন দুটো হাত ছিলো
যা বন্দি 'সাঁতার নিষিদ্ধ' আইনে।
হে ঈশ্বর
কার কাছে যাবো?
একা এই সমুদ্রে যাবার মতোন কোনো তরী ত নেই!
শুনেছি তুমিও একা আমার মতোন,
আসো জোড় ভিড়াই
যুদ্ধে মাতি
সমস্ত চোর বাটপার শুয়োর ফ্যাসিবাদী স্বৈরাচারী জুলুমবাজ কে
আমি তুমি হত্যা করি আজ এখন এখুনি।
১৬ এপ্রিল ২০২০
তৃতীয় কবিতা
এতটা নপুংসক হয়ে গেলে রাষ্ট্র!
কাঁদে শ্রমিকের লাশ আর আমরণ অনশনের শিডিউল
দ্রব্যমূল্যের আকাশছোঁয়া গতি আর দূর্নীতি
পুলিশের হাত বড়ো হতে হতে আদালতে বন্দি আইনজীবি;
অথচ তোমরা মেতে থাকো অভিনেত্রীর তৃতীয় বিয়েতে
মেতে থাকো ধর্মের বিভাজন আর বাপের শালার বিশ্বজয়ে!
নিজের শিশ্নটা নেড়েচেড়ে দেখ শালা বাঞ্চোদের দল
রাষ্ট্র নিজে নিজে ফ্যাসিবাদী নয়
ফ্যাসিবাদ জন্মায় রাষ্ট্রের অম্তরীর জনগণের পঁচন ধরা মাথায়।
১৩ ডিসেম্বর, ২০১৯
বেড়ালের মতোন একা পঁয়চারীর জীবন।
রাত্রি নিশীথের তীব্র সামুদ্রিক গানের আঁচড়ে পরা কূলে,
তবু হেঁটে যেতে হয় নিঃশব্দে।
শব্দের শূন্যতাবোধের গর্জন থামিয়ে দিতে পারে কোলাহল
হয়ত সভ্যতারাও যেতে পারে কোমায়।
মাত্র চার পাঁচ বছর আগেকার দীর্ঘ রাতগুলোর মতোন
মায়ের কবরের পাশে বসে থাকতে হয় সমুদ্র পাড়ে,
কোথাও কোন বেরসিক নাবিক
একটুকরো আলো ছুঁড়ে দিবে বোলে।
কোথাও কোনো এক পরিচিত পথে
কোন এক চেনা বেড়ালের ডাকের লোভে,
বেঁচে থাকতে হয়।
বন্ধু।
বেঁচে থাকতে হয় বেঁচে থাকার তাগিদে।
১৫'ই ফেব্রুয়ারি ২০২০
দ্বিতীয় কবিতা
একা
এই সমুদ্রে
চাল চোর তেল চোর দের তীব্র উল্লাসে
চোরের রাজার হুঙ্কার।
একা
এই সমুদ্রে
আমার সাঁতরে যাবার মতোন দুটো হাত ছিলো
যা বন্দি 'সাঁতার নিষিদ্ধ' আইনে।
হে ঈশ্বর
কার কাছে যাবো?
একা এই সমুদ্রে যাবার মতোন কোনো তরী ত নেই!
শুনেছি তুমিও একা আমার মতোন,
আসো জোড় ভিড়াই
যুদ্ধে মাতি
সমস্ত চোর বাটপার শুয়োর ফ্যাসিবাদী স্বৈরাচারী জুলুমবাজ কে
আমি তুমি হত্যা করি আজ এখন এখুনি।
১৬ এপ্রিল ২০২০
তৃতীয় কবিতা
এতটা নপুংসক হয়ে গেলে রাষ্ট্র!
কাঁদে শ্রমিকের লাশ আর আমরণ অনশনের শিডিউল
দ্রব্যমূল্যের আকাশছোঁয়া গতি আর দূর্নীতি
পুলিশের হাত বড়ো হতে হতে আদালতে বন্দি আইনজীবি;
অথচ তোমরা মেতে থাকো অভিনেত্রীর তৃতীয় বিয়েতে
মেতে থাকো ধর্মের বিভাজন আর বাপের শালার বিশ্বজয়ে!
নিজের শিশ্নটা নেড়েচেড়ে দেখ শালা বাঞ্চোদের দল
রাষ্ট্র নিজে নিজে ফ্যাসিবাদী নয়
ফ্যাসিবাদ জন্মায় রাষ্ট্রের অম্তরীর জনগণের পঁচন ধরা মাথায়।
১৩ ডিসেম্বর, ২০১৯
এগুলো কোন কবিতা হল? সাম্য, ড্রাগ খাওয়া বেশি হচ্ছে তোমার৷
উত্তরমুছুনধন্যবাদ নীলা - আপনি ড্রাগস বেশি নিয়ে ভুল করে সোয়েব না বলে সাম্য বলে ফেলেছেন? সোয়েব লিখলে লোকে বিশ্বাস করতো সাম্য বলে নিজেকে খুব সস্তা বানিয়ে ফেললেন।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনম্যাভাই, কবিতার এই মাস্টরনি কেডা? সঙ্যমের মাস। মুখ থিকা আর আবর্জনা বাইর করলাম না! >.<
উত্তরমুছুননীলা কে? উনি কি প্রথম কমেন্টের পর কমেন্ট করেছে না করলে কিংবা ভবিষ্যতে করলেই কি? কবিতা লিখতে থাকেন, আর আশপাশের আগাছারুপি অনেক কমরেড আছে সবার কোমর ভাঙা শুরু করলেই নীলার পরিচয় বের হয়ে আসবে। বাদ দেন ম্যা ভাই যার গাটস নাই নিজের পরিচয় দয়ে কথা বলার তারে নিয়া নারীরুপী পুরুষের লগে কি কথা কইবেন
মুছুন