যেতে যেতে ক্লান্ত এখন। সামনেই একটি ভাঙা বাড়ি, স্মৃতি নিয়ে হেলে গ্যাছে সে; প্রিয়তম ঘাসপাখি, চলো এখানে বিশ্রাম নেই আড়াইশো বছর — আড়াই হাজার ঈশ্বরের ঘুমে। আমাদের চলে গ্যাছে যেদিন, সেদিন একেবারেই কী গ্যাছে, কেবল স্মৃতি বিনা, নির্দিষ্ট ভাঙনে?
আমি গন্ধম আশ্চর্যের কথা শুনি
সেখানে রূপকথার কুমকুমবৃক্ষ; ম্রিয়মাণ এই চোখের আর্তইতিহাস, যা বোলি তা য্যানো বলা হয় না, তোমাকে দেখি — রৌদ্র চর্চিত ফুল। ভুলে-আঘাতে সয়ে গ্যাছো সুন্দরতম রাত।
থাকো কিছুদিন নস্টালজিক গৃহে — থেকে যাওয়াকে অনুভব করো বেদুঈন ব্যথায়।
মন্তব্য