সুধাবলী
এমন রোদওঠা প্রখর দিনে...
এমন বালুঝড় বৈশাখেই বুঝি
কুড়ায়ে পেয়েছিলি তারে? পাতাকুড়ানি মেয়ে.....গোপনে রাখা যায়
যারে বিষাদের আলমারিতে। ছাপা
হয়ে যায় চোখেমুখে অক্ষর বৃত্ত নাম
তার।সুগভীর
দীর্ঘ দীর্ঘ শ্বাস
তার এই বৈশাখ....
এ শহরে তার সাথে
আমার আর দেখা হবে
না
নিখোঁজ সংবাদে ক্রমশ বাড়ছে
শহরের ওজন।দিব্যি
কেটে যাচ্ছে পেয়াজের মরসুম।
কারো নিদাঘ চলে
যাওয়া দূর থেকে দেখছে
রিখশা...
ফুসফুসে ধরে রেখেছি মায়াঘ্রাণ।
তোমার না থাকা থেকে
গেছে বাতাসে।
কফিকাপ বলয়ে ঘুরছে কিছু
শনিবার...
খুচরো পয়সার শব্দ,কি
ভীষন চুপচাপ।
চোখে হারাচ্ছে একটা মুখের ছায়া।
এ শহরে তোমার সাথে
আমার আর দেখা হবে
না।
মন্তব্য