স্পর্শকাতর
সাহস হলে আবার যাবো
তোর কাছে
তোর গায়ের গন্ধ শুঁকে
খুঁজে নিবো তোকেই, মাধবী।
তোর দালাল ঘেরা পল্লী
থেকে
ছোঁ-মেরে আনবো তোকে
ধ্বংস হবে তো, হোক;
বিব্রত বাণিজ্য।
তোর দেহে আর কেউ
দেবে না হাত
লিখে দেবো- 'স্পর্শ করা
নিষেধ।'
মস্তিস্কের গন্ধরাজ
পুরানো রেলপথ জোড়া দীঘি
ছুঁয়ে যায়
আমি অনাহূতের মতন শিকড়ে বসা
পিছনে কারখানা
আর ভুতূরে আওয়াজ।
ঝড়ো বাতাসে উড়ে আসে
ফুল
পাঁজর ছুঁয়ে যায় ভঙ্গুর
সভ্যতার
পাশে সরু পথ একা
চলে যায়
ভবিষ্যৎ খামচায় বিভৎস কল্পনা।
এখানে যিশু বসেনি ক্রুশে
ঝোলার আগে,
গৌতম আসেনি সুজাতার পায়েস
খেতে,
মুহাম্মদ ডাকেনি তার ছোট
বিবিকে,
মহাদেব করেনি উলঙ্গ নাচ;
তাইতো এখানে পবিত্রতা আসে
বাতাসে বাতাসে
যৌবন হাওয়ার একাকিত্ব ঘুচাতে
ফোটে থাকে ফুল
মস্তিস্কের গন্ধরাজ।
মন্তব্য