১.
মেয়েটি চুলার পাশে শোয়
মেয়েটির পাতে আগুনের দলা
মেয়েটা অন্ধকার
গত শীতে মেয়েটার বিয়ে হয়ে গেল
একটা রাঙা ফুলের সাথে
২.
একটা ঈশ্বরঘন থকথকে আয়নার ভেতর তুমি
একটা ঈশ্বরঘন রমরমা আয়নার ভেতর আমি
মাঝখানে জলোছ্বাসের নামে কতকিছু সমুদ্রের দিকে গেল আসলো
আমি তুমি থির রয়ে গেলাম;
সম্মতি ছিল না বলে
আমাদের আঙুলের নাম অন্ধকার
৩.
আমিও কাঁঠালগাছের নিচে বসে মাছ-ভাত খাই।
কাঁটা বাছি।
কাঠালগাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখে।
ঠিক এ দৃশ্যটাই একটু একটু করে গলে যাচ্ছে আমার পানির গেলাসে।
৪.
ক্যামেরা, ফ্লাশলাইট, আগুন, ঢেউ, ঝিনুক, ঝিনুকের ছুরি, প্রেম, পারভার্শন, টিভি, চ্যানেল, মদ, মহুয়া, পাপোশ, সমুদ্র, সিগন্যাল, বই, বইয়ের পাতা এরকম আরো নানানকিছুর ভিতরই তুমি।তবু পাহাড়ের পাশেএকলা হয়ে পড়ছো বারবার, আর বারবার পাল্টে নিচ্ছ হাতঘড়ি;
তুমি এখনো অনেক দূরে
৫.
যে ক'টা শব্দ আছে পাখিদের দিয়ে দিব
যে ক'টা অমোঘ গান হাওয়াতে মেলে দিব
তারপর পাখিদের হাওয়া ভরতি লুকাছাপা ডানার নিচে
এত পা মেলে দিব
এত গা জড়াজড়ি হব
আমাকে জানবে হবে ধূলিসমান
'একটা ঈশ্বরঘন থকথকে আয়নার ভেতর তুমি
উত্তরমুছুনএকটা ঈশ্বরঘন রমরমা আয়নার ভেতর আমি'
সবগুলো ভালো লেগেছে।