অনেক হয়েছে— অপেক্ষা
এইবার ফিরে যাও
ল্যাম্পপোষ্ট হয়ে দাড়িয়ে আছো,
এই দুপুরের খর রোদ,
ট্রাফিকের মিছিলে
হারিয়ে যাওয়ার আগে
দেখে নাও শুন্য পকেট তোমার-
রুমাল ভিজে গেছে ঘামে
সস্তা সিগারেটে এই যে ঝাঝড়া করছো
ফুসফুস, নিকোটিন- রং বদলে দিচ্ছে জীবনের
রংচটে হচ্ছে রঙ্গীন গোধূলী-বিকেল তোমার
যাও প্রেমিক— এইবার ঘরে ফিরে যাও।
বাতাস তুলছে বাতাসে কাগজ ঘূর্নী
প্রেমিকা তোমার অন্যের বাহুডোরে,
পাচতারকা হোটেলের ছাদবাগানে-রোদচশমায়
চোখ-ঢেকে-চুমুক-দিচ্ছে দু:খবিলাসি
বরফকুচি পানীয়তে
আর কতো অপেক্ষা করবে, যাও প্রেমিক
এই দুপুরে ঘরে ফিরে যাও।
মন্তব্য