বরই পাতার দেশ
অসুস্থ ভোরের মুখে দাঁড়িয়ে
ভাবি, কার কাছে যাবো!
বরই পাতার দেশ, উপ-দেশ
এ কেমন ঝরণাধারা?
জ্বরের মূর্ছনা! ভোর থেকে রাত।
কবরভূমিতে দাঁড়িয়ে
থাকে, অন্ধকার ফলানে
চুপচাপ গাছ।
মরহুম পাতাগুলি শুধু
আটকে থাকে জীবনের পরে।
সহজ বেদনা নিয়ে
অর্ঘ্যডালা জাগে
জ্বরের মৌনতা ভেদ ক’রে।
ডালিম
ওই যে ডালিম গাছ
মৃত মানুষেরা তার মূল চিবিয়ে খায়!
অথচ এইখানে
বৃক্ষছুঁয়ে
ঝুলে আছে দু'টো
স্বর্গীয় ফল। গ্রহণ বারন।
চোখের নিচে চাঁদ
পথ ভুলে যাই হলুদ বাতি দেখে।
রাত কি ফুরিয়ে যায়নি তবে!
শহর ঘুরে এলাম
কারও সাথে দেখা হয়নি।
যেমন হয় না তোমার সাথে
বহুদিন।
কার পাশে ঘুমিয়েছি
মনে থাকে না।
দাড়ি বড় হয়ে যাচ্ছে।
সামান্য বাতাশেই বুক কেঁপে ওঠে।
রাতের চোখজুড়ে
হলুদ আলোর ঝড়।
জাগছে চোখের নিচে চাঁদ
আর ক্ষুধা বেড়ে যাচ্ছে।
কবিতাগুলো ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুনভালো লাগলো।তবে 'ডালিম' অনবদ্য
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুনসুন্দরম্..........
উত্তরমুছুনধন্যবাদ ভাই :)
মুছুন