অবহেলিত
বড় কোন অসুখ যদি
হতো,
বিছানার সাথে লেপটে পড়ে
থাকতাম,
একটু একটু করে কমে
আসতো জীবনীশক্তি,
তবু হয়ত তোমার স্নেহের
নজর পেতাম না।
মনে মনে সেই কবেই
মরে গিয়েছি,
বোকা তুমি, বুঝতেই পারো
নি।
বাঁচাতেও পারো নি।
অবহেলায় তোমার সামনেই ধুঁকে
ধুঁকে মরলাম।
হাউমাউ করে কষ্টের জল
চোখ বেয়ে নেমেছে,
আমার দীর্ঘশ্বাস যেন আকাশ ফুঁড়ে
দিয়েছে,
কখনো তোমার দৃষ্টি আকর্ষণ
করতে পারি নি।
আচ্ছা, আমার দৈহিক মৃত্যুর
পরে একটু কাঁদবেও না?
মরতে রাজি
আমার মৃত্যু হোক,
আমার মৃতদেহের ওপরে তুমি থুতু
ফেলো।
ফেলে যেয়ো পদপৃষ্ঠ, এই
নিস্পন্দ বুকের ওপর!
তোমার পবিত্র স্পর্শ -
যেন এই অপবিত্র মাটি
না ছোঁয়!
কতোটা ভালোবাসি তোমাকে তুমি জানো
না।
তোমাকে দেখলে, প্রেমে আমার
মরে যেতে ইচ্ছে করে,
বুকের বারান্দায় একাকী দোলনা দোল
খায়।
অথচ তুমি নেই, তুমি
নেই, কোত্থাও!
চারদিকে অন্ধকার ঢেউ খেলে-
অদূরে আলোর আভাষ
তোমার ছায়ার কাছে নতজানু
নক্ষত্র!
তুমি আমার কাছে নেই,
পাশে নেই।
তোমার চোখের পাঁপড়িতে
আমার সমস্ত দুনিয়া হারিয়ে
গেছে।
নস্যাৎ হয়েছে সকল মিছিল।
তোমার একমুখ হাসির জন্য
প্রয়োজনে হরতাল হবে সৌরজগতে।
তবু স্বর্ণলতা, সামান্য অনুগ্রহ করে,
ভালবাসা না হোক,
একটু করুণার হাসি অন্তত
আমার জন্যে রেখো।
তারপরেই আমার মৃত্যু হোক!
মন্তব্য