আমি মহৎ একজন
শরীর জুড়ে জমে আছে প্লেটোনিক বিক্ষোভ,
আমি মহৎ একজন, খুঁজে নেই নিয়ান্ডারথাল সুখ।
পুরোপুরি হতভম্ব আমি হেটে চলি জন্মভুমির রাস্তায়।
মানসিক বিকারে ভোগা বাঁদরের ল্যাজে পাড়া দিয়ে,
আমি ভেঙে ফেলি সভ্যতার চাপ।
আমি এক স্বল্পপ্রাণ মহিরোহু- মহৎ একজন,
ইদানীং প্রায়শ্যই বসা গলায় গাই স্বরচিত গান।
ইদানীং প্রায়শ্যই প্রায়শ্যই ক্রমশই গান গাই, মহত্বে কাটাই।
শরীর জুড়ে জমে আছে প্লেটোনিক ক্লান্তি,
দেশ, বিদেশ, বহুদেশের নান্দনিক ক্লান্তি।
এক হেস্তনেস্তকারী শীতের রাতে আমি পায়ে পাড়া দিয়ে শোনাই- স্বরচিত গান।
সভ্যতার গলা চিরে বের করে নেই পবিত্র রাজহাস।
মহাশক্তিধর আমি, মহৎ একজন, অনায়াসে পেরিয়ে যাই তোপখানা রোড।
আমি এক স্বল্পপ্রাণ মহিরোহু- মহৎ একজন, নির্বিকার পেরিয়ে যাই সাহিত্যের লোদ।
২৯ ডিসেম্বর, ২০১৯
মন্তব্য