রাস্তায় মদরুটি খাওয়া সময়ের
কয়েকটিধূলো;
শহরের আলগোছাচুল নিয়া নগরিকা হাইটা
যাইতাছে- বাতাসে বেদনা উড়াইয়া-
ঈশ্বর আর আমি-
মুখোমুখি পিনিকটা লইয়া কতক্ষণ তাকাই
ছিলাম কেজানে!
এ-র মাঝে-
[কতনদী মইরা গ্যেলো; শহর
কতরঙ পাল্টাইলো; রাজনীতির হাল বাল হইলো;
ধূসরমাটি আরেকটু লাল হইলো-
মধ্যরাইতে মার্ডার হইলো; ওসি ম্যাজিস্ট্রেট
বাল ছিঁড়লো; রক্তেমাখা শাড়ি লাশের প্রাণে
ধূইয়া গ্যেলো-
বিপ্লব ঘর ছাড়া হইলো;
সভ্যতার গোয়া মারলো; রূপবতীলাশ
সিলিং এ ঝুললো-]
তাতে- আমার বাল ছেঁড়া
গেলো? রাষ্ট্র?
*
হাফমিনারেল ওয়াটার আর সাড়ে
তিনটা জন-প্লেয়ার লইয়া;
আর ঘুম ঘুম ব্যার্থ
উপাদান লইয়া শুইয়্যাছি বে-নাগরিক জরাগ্রস্ত কৃত্রিমাগারে-
আমার ক্ষুধার্ত পাকস্থলী একটা হাঙ্গর হইয়া
আছে- রাষ্ট্র খাওয়ার ব্য্র্থোল্লাসে!
জীবনানন্দ আইস্যা বিড়ি টা
জ্বালাইতে জ্বালাইতে আলাপ লাগাইছে নক্ষত্রের
ভূজগুরিগপ্পো লইয়া-
আমি শুনতাছি, হিমালয় কন্যার দ্যাশ
থেইকা সমুদ্রের কূল পর্যন্ত রাষ্ট্র
জুড়ে ক্ষুধার চিৎকার!
ওইপাশ থেইক্যা সিগারেটের ছাঁই ফালাইতে ফালাইতে
একহাত টেবিলে ভর কইরা
কামু কইলো, পাথর হইয়া
যা, অথবা দ্বাদশ ব্যক্তি-
কিন্তু আমার ক্রোধের লাহান
খুদা- নগর ও নাগরিক
সমান!
ভিঞ্চি দা হাফগেলাস মিনারেল
ওয়াটার দিয়া কইলো, চিত্রবন চুবাইয়া খা বাইঞ্চোদ!
রাষ্ট্র চিত্র হইয়া আছে
ক্ষুধার মহামারীচিত্র-!!
আর, লেলিন চুপচাপ, নিস্তব্ধ-
এসব বালছালের ভিতর দিয়া একটা
সুকুমারীয় টেক্সট আইলো- 'ঞখজ্ঞমঘজৎনইয়াত্যু'-
মাথার ভিতর মগজ ২৮০ডিগ্রি
ফারেনহাইট তাপমাত্রায়- 'শালা, তুইও রাষ্ট্রের
মতন শুয়োর'-
আমার ক্ষুধার্ত পাকস্থলী একটা হাঙ্গর হইয়া
আছে- পাইলে রাষ্ট্র এবার
তোরে খাবো!!
মন্তব্য