বিচ্ছিন্নবাস
গার্মেন্টস শ্রমিক শব্দটির আপডেট ভার্সান বস্ত্রদাস।
জ্বানালায় চোখ রেখে মেপে নিচ্ছি একটি শান্ত দুপুর। ইট বিছানো গলিটা একটু আড়চোখে তাকিয়ে ঠিক বড় রাস্তার সাথে মিশে গেল। ললিজ বিক্রি করা বুড়োর হলুদ সবুজ আর লালের গল্পগুলো পলিথিনে গলে গেছে। কিংবা তার টুনটুন ঘন্টার ধনি বেগুনী ফ্রকের মেয়েটিকে আজ এতটুকু অস্থির করে তোলেনি।
শহরে জন্ম নিয়ন্ত্রনহীন জন্ম নিচ্ছে কবর। দুঃসময় দুলে উঠছে পেন্ডুলামের মত। রাতভর্তি কুকুরের চিৎকার। ক্ষুধার্ত মানুষের চোখ হেডলাইটের মত জ্বলছে। তথাপিও কোন ফ্ল্যাটবাড়ীর বউ তার আলস্য সঙ্গম শেষে, বাহাতে ব্লাউজের বোতাম লাগাতে লাগাতে খুলছে ফ্রিজের দরোজা। জমাটবদ্ধ খাবারের স্তূপে একটি নির্লজ্জ বেঢপ শান্তনা।
মন্তব্য