দেখা
শুদ্ধতার নিমহাওয়ায় ঘর খুলে প্রাণ
আম পাতার বুকে ঘুমানো রোদ কে জাগিয়ে
তুলতে ইচ্ছে করে।
জানালার শিকের পাশে দাঁড়িয়ে
ভাবি আমাদের প্রথম দেখা হওয়ার কথা!
কি বিহবল দৃষ্টি ছিল তোমার অবিশ্বাস্য
ক্ষণে
ওভাবে দিতে হয় না লজ্জাবতীর কসম আকাশের
গায়ে
আমার আছে গন্ডি ভর্তি সীমাবদ্ধতা,
কাঁপতে থাকি
পোনা মাছের জল সাতারে মহিলা কলেজের
পথ
হাজিরা তো দিতেই হতো, এ বেলায় কিংবা
ও বেলায়!
কেবল একবার হাজারো না পাওয়ার কবলে
দূরত্ব সংকুচিত না হলে কি করে!
ঘনকাল আজও কল্পনা; আমাদের এই সব ক্ষণকালে।
মন্তব্য