বিন্দু নতুন পরিচয়ে নতুন ঠিকানায় কিন্তু আগের চরিত্রানুযায়ী হাজির, ঠিক সে সময়- যে সময় পৃথিবীব্যাপী কালোজামা পরে বেড়িয়ে পড়েছেন মিসেস স্যানাল রুপি Covid-19, এক অজানা ভাইরাস।
আসলে এই সংখ্যাটা একটা তাগিদ থেকে করা, যারা আমরা লিখছি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমরা চাইলাম এই অবরুদ্ধ সময়ে ঘরবন্দী মানুষগুলোর সাথে বসতে কথা বলতে - ধৈর্যের সঙ্গে ঘরে থাকার অনুরোধ করতে।
তাই এই সংখ্যার নাম - ‘তা আছেন কেমন, ভালো তো? অবরুদ্ধ সময়ের ভাবনা।’ এই সংখ্যা তাদের জন্য উৎসর্গ করছি- যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন একটা মানুষও যাতে অসুস্থতায় এই ভাইরাসাক্রান্ত সময়ে মারা না যায়- সেইসব হেলথ ইউনিট, ডাক্তার-নার্স-টেকনোজিষ্ট, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ সেনাবাহিনী সহ সকলকে যারা শুধুই মানুষ, আর কিছু নয়।
সোয়েব মাহমুদ
(এই সংখ্যা সম্পাদক)
এপ্রিল ২০২০
মোহম্মদপুর ঢাকা-১২০৭
মন্তব্য