অসুখ পৃথিবীর তপ্ত মধ্যাহ্নে যখন গাছের
পত্রকও নিস্তরজ।
নীল আকাশ ছাঁদের কার্নিশ না লিখা ডাইরি,
প্রশ্ন ছুঁড়ে কিছু লিখবার,
কী লিখি? কি লিখা যায়, অস্থিরতায়?
ভাবছি, ভাব ছিঃ
আপাদমস্তক বৈশাখের জল কেলিয়ে খুঁজি
এক হাওয়া মোরগ।
গাঢ় দীর্ঘশ্বাসের ভেতর বিবশ বিতাড়ক দিনগুলো কাটছে.. বারংবার আওড়া যাচ্ছি-'প্রভু'
কত প্রাণ গেলে শান্ত হবে এ সময়।
বক্ষ:স্থলে সমীরণভাব,
অস্থিরতা মধ্যাহ্ন
সহজে শেষ হয়না।
অন্ধকারে ডুবে আছি আলো দেখা পাচ্ছি
না।
কোথায় আছো তুমি?
স্বাভাবিক করো পৃথিবী
নতজানু হয়ে আছে এক প্রেমিক।
মন্তব্য