পৃথিবী বিষয়ক প্রস্তাবনা
নিশ্চয়ই স্বপ্নই সকল জ্ঞানের উপযুক্ত
ধ্বংসকারী ।
আজকে যেখানে আমাদের ঘর
পৃথিবীর আন্তরিক মেশিনগানের শব্দ কানে
আসতে আসতেই
মৃদু হয়ে যাচ্ছে যেখানে
সেখানে একটা পাহাড় উঠবে
মহাপ্লাবনের পরে।
বৃক্ষেরা ধ্যানত মিথ্যা বলে না
বুদ্ধ তাই সত্য জানতে বৃক্ষের কাছেই
ধ্যানযোগে হাত পেতেছিলেন
অনেক দিয়েছিল বৃক্ষ
যেটুকু দিল না
সেটুকুই মানুষকে কী নিখাদ পথভ্রষ্ট
করে দিল!
তাই আমাদের পথভ্রমের এই ক্রান্তিস্থলে
আরও একটা পাহাড় আবশ্যক বলে মনে হয়।
যে যেখানে দাঁড়িয়ে পৃথিবীর ঘুরে যাওয়া
অনুভব করছি আমরা
আমাদের যথাস্থানে রেখেই দুম করে হাওয়া
হবে পৃথিবী
যেহেতু পৃথিবী আমাদের মনমতো হয় নি
এবারে মনমতো হোক
পৃথিবী বানানোর সমস্ত মালমশলা দিয়ে
যাবে কেউ
বিশেষত লোহা, গতবারে মাটি দেওয়ায় ভালো
লাগে নি
গতবারে মাটির ভাষাও বোঝা যায় নি তেমন--/
এন্টেনা-রাডার-ক্যাবলাদি লেগেছিল;
এবারে নির্মাণে এমন কিছুই ব্যবহৃত
হোক
যেন যোগাযোগ এমনিই হয়
আর
পাখিদের দেহঘুড়ি বাদ যাক
ঘোড়াদের দেহগাড়ি বাদ যাক
হাতিদের দেহটিলা বাদ যাক
গরুদের দেহদুধকল বাদ যাক
জিরাফের দেহমিনার বাদ যাক
শিম্পাঞ্জির দেহনর বাদ যাক
নারীদের দেহফুল বাদ যাক
পুরুষের দেহশূল বাদ যাক
কবিদের দেহবাউল বাদ যাক
মানুষের দেহঘড়ি বাদ যাক
আর পৃথিবীর ঈশ্বরের বাদ যাক দেহদূরবীন;
ঈশ্বর শুধু অপ্রকাশ্য স্বপ্নের রক্ষণাবেক্ষণ-কাম-হিসাবগ্রহণকারী
পার্থিব সবকিছু আমাদের মালিকানা
এবং সার্বক্ষণিক আন্তঃপ্রাণী জীবনবদল
এবং চাহিবামাত্র প্রত্যেক প্রাণীর
কর্মনিরপেক্ষভাবে নির্বাণ লাভ
এবং সাস্টেনেবল নির্বাণ লাভের
তাৎক্ষণিক সুব্যবস্থা।
মহাবিশ্বের উৎপত্তিস্থল নিয়েও আগ্রহ
বোধ করি
যদি উৎপত্তিস্থলটি, যেখানেই থাকুক,
সরিয়ে
পৃথিবীর কাছে আনা যেত
আমরা ঘুরতে যেতে পারতাম।
কে না জানে ঘুরতে গেলেই
পর্যটন করা হয়ে যায়
পর্যটন মানে অর্থনীতি
অর্থনীতি মানে দরবেশ
দরবেশের হাত ধরে পর্নমাস্টার আসে।
পর্নমাস্টার : পৃথিবীর প্রথম যৌনদৃশ্যপ্রদর্শনকারিণী
পৃথিবীবাসী মানুষ মহিষ লতা ও পতঙ্গ
পেছনে পেছনে যাবে
মুগ্ধ হবে
লাগাবে
স্ব-স্ব-গোত্রীয়কে
বাড়বে
সংখ্যায়
বেশি সংখ্যার পৃথিবীবাসীর মোট চাঁদের
দিকে তাকানোর পরিমাণ বেশি হবে
দূরবীন বেশি বিক্রি হবে
দূরবীনের অতিব্যবহার
দূরবীনের নিরন্তর ব্যবহার
দূরবীনের সর্বব্যাপী ব্যবহারে
ব্যবহারে
ব্যবহারে
ব্যবহারে
বিবর্তনের দেবতা খুশি হয়ে একদিন
মানুষের শরীরেই সমাবিষ্ট করবেন দূরবীন--দেহদূরবীন;
মানুষ তখন সর্বদ্রষ্টা
মানুষ তখন ঈশ্বর।
মন্তব্য