শৈশব গ্রাম
একদিন ইঁদুরের গর্ত থেকে সমস্ত দাঁতেরা বেরিয়ে এসে শোনাবে শৈশবের গল্প।
গ্রন্থিত লোকপাঠ হতে দুরে আরো দূরে শৈশব গ্রাম।
অমুদ্রিয় প্রেমের গহীনে যেখানে শব্দের হাহাকার।
বিন্দু bindumag.com
শৈশবের ঘ্রাণ অগ্রাধিকার সুত্রে পাল্টে দিচ্ছে বয়স বাঁধার যাবতীয় আশ্রম।
পুকুর আমার, ঘাটটাও আমার
হুদাই
ব্যাঙ ডাকে।
বিন্দু bindumag.com
সাপের ডাইরী থেকে পালিয়েছে কয়েকটি ব্যাঙ।
কারণ
বিন্দু bindumag.com
সবকিছুর সবকিছুই কারণ হতে পারে ভেবে তুমি হারালে সন্ধ্যালোকে।
কোনকিছুর কোনোকিছুই না জেনে একা একা।
তবু যাপনেই নাকি জীবন। তবে জীবনের প্রকাশ হচ্ছে শব্দের কারসাজি!
একা একা ভিন্ন আঙ্গিকে।
বানোয়াট শব্দেরা খুঁজে নাও নিস্তব্ধতার কড়ানাড়া!
ছন্দপতনের রাত জড়িয়ে যাক দু 'পায়ের দ্বন্দ্বে।
সকল কাজের পূর্বে কারণ অবধারিত অথচ কারণের পূর্বের কারণ শৈশব নয় জেনে
পৃথিবীর আঙ্গিনায় শিশুদের দোলনা চুরি হয়ে যায়।
মানচিত্র
বিন্দু bindumag.com
প্রথম দেখা মানচিত্র যখন আমাদের ভেঙ্গে গেল স্বপ্ন ।গোটা পৃথিবী ছোট হয়ে গেল, মা। ভাগ হতে হতে আমরাও ভাগ হয়ে গেলাম ভাগশেষে। মানুষের চোখগুলো আলাদা হলো দেখার দুরত্বে প্রকৃতির দৃশ্যকল্প থেকে সরে। কাঁটাতার জেগে উঠে টেবিলে। কলমের কালিতে স্বার্থের দ্বন্দ্ব । সংঘাতে সংলাপে !
পৃথিবী, তোমার বয়স হলো কতো?
আমাদের প্রথম দেখা মানচিত্রে মেলেনি হিসেব।
তুমি ঘুমাও মা।
আমাদের আর পৃথিবী দেখা হলো না। দেখা হলো, মানচিত্র।
বিন্দু bindumag.com
পল্লব
বিন্দু bindumag.com
যে মানুষ মরণাস্ত্রের উপরে মাথা রেখে ঘুমায়, সে মানুষ হতে কত দুরে, এসব ভাবতে ভাবতে সন্ধ্যাতারা ভেঙে চুরমার, কাল সকালে শহর জুড়ে ছড়িয়ে পড়লো আবোল তাবোল শিশু।
বিন্দু bindumag.com
অবাক এই নির্জনতা! রাজহাঁসের পিঠে সজনে পাতা ঝরে, স্বরপুঁটি মাছ দেখতে ছুটে এলাম যখন, স্কুল বন্ধ হয়ে গ্যাছে ঐ পুরাতন দোয়েলের পাখায়। পলাতক পল্লব সহিংস নয় জেনে প্রশ্নরা ভীড় করতো বর্ষায়। কাদামাটির জল ছিটকে বেরিয়ে এলো পল্লবের হাত। ঐ যে হাত ধরে চলা ক্লাস টু থ্রি।
লোকের কাম জাগানিয়া প্রেম, দুটি পাতার দুরত্বের মাঝখানের শিরায় বহমান নদীটির নাম গিদারী!
অনুভূতি, স্মৃতি বাষ্পের মতো উড়ে উড়ে আসে, আকাশের তো নেয়ার আঁচল নেই তাই উগড়ে দ্যায়।
বিন্দু bindumag.com
ছেলেবেলায় যে পাখি হওয়ার স্বপ্ন
সেই পাখি ডানা মেলে প্রথম শোনায়
অবিশ্বাসের গান।
বিন্দু bindumag.com
ষোলোশহর
বিন্দু bindumag.com
ষোলোশহরের আকাশে যে তারার আঁচল পেতে রেখেছে সন্ধ্যায়
সেখানে ঝুলে থাকে জুয়েলের বনসাই।
এ .সি ল্যান্ডের দেয়ালঘড়ির পেন্ডুলামে একটা ক্ষুধার্ত চাঁদ
গিলে খাচ্ছে আলোর ধোঁয়া।
এই সমস্ত আয়ুর্বেদিক তথ্য জেনে একজন ভেষজ বিক্রেতা
বিক্রি করছে মানুষের হাড়।
ট্রেন আসবে বলে রেললাইনে শুয়ে পড়ে অসংখ্য জংশন।
স্লাইড ক্যালিপার্সে রঙের উঠানামা করছে।
একই রিদমে বাজছে মুমূর্ষু হর্ণ। ইফতার। দো 'হাজারির সন্ধ্যার আকাশ কতটা আঁধারে জ্বালিয়েছে গৃহ প্রদীপ।
ফলের ঝুড়িতে রঙিন ফানুস দেখে বিষ্ময়ে অনেক গুলো চোখ এড়িয়ে যায় নি বিপনন বিজ্ঞাপন।
আমাদের দেখেছি সশরীরে। আমাদের দেখি নি তবু আমাকে আমাকের ভীড়ে।
বিন্দু bindumag.com
চোখ খুলে দেখার ভান করি আসলে। ছদ্মনামে লক্ষ করি, লক্ষের বহুগামিতা। প্রিয়। মক্কেল, কিসের বিচার করবেন?
একদিন ইঁদুরের গর্ত থেকে সমস্ত দাঁতেরা বেরিয়ে এসে শোনাবে শৈশবের গল্প।
গ্রন্থিত লোকপাঠ হতে দুরে আরো দূরে শৈশব গ্রাম।
অমুদ্রিয় প্রেমের গহীনে যেখানে শব্দের হাহাকার।
বিন্দু bindumag.com
শৈশবের ঘ্রাণ অগ্রাধিকার সুত্রে পাল্টে দিচ্ছে বয়স বাঁধার যাবতীয় আশ্রম।
পুকুর আমার, ঘাটটাও আমার
হুদাই
ব্যাঙ ডাকে।
বিন্দু bindumag.com
সাপের ডাইরী থেকে পালিয়েছে কয়েকটি ব্যাঙ।
কারণ
বিন্দু bindumag.com
সবকিছুর সবকিছুই কারণ হতে পারে ভেবে তুমি হারালে সন্ধ্যালোকে।
কোনকিছুর কোনোকিছুই না জেনে একা একা।
তবু যাপনেই নাকি জীবন। তবে জীবনের প্রকাশ হচ্ছে শব্দের কারসাজি!
একা একা ভিন্ন আঙ্গিকে।
বানোয়াট শব্দেরা খুঁজে নাও নিস্তব্ধতার কড়ানাড়া!
ছন্দপতনের রাত জড়িয়ে যাক দু 'পায়ের দ্বন্দ্বে।
সকল কাজের পূর্বে কারণ অবধারিত অথচ কারণের পূর্বের কারণ শৈশব নয় জেনে
পৃথিবীর আঙ্গিনায় শিশুদের দোলনা চুরি হয়ে যায়।
মানচিত্র
বিন্দু bindumag.com
প্রথম দেখা মানচিত্র যখন আমাদের ভেঙ্গে গেল স্বপ্ন ।গোটা পৃথিবী ছোট হয়ে গেল, মা। ভাগ হতে হতে আমরাও ভাগ হয়ে গেলাম ভাগশেষে। মানুষের চোখগুলো আলাদা হলো দেখার দুরত্বে প্রকৃতির দৃশ্যকল্প থেকে সরে। কাঁটাতার জেগে উঠে টেবিলে। কলমের কালিতে স্বার্থের দ্বন্দ্ব । সংঘাতে সংলাপে !
পৃথিবী, তোমার বয়স হলো কতো?
আমাদের প্রথম দেখা মানচিত্রে মেলেনি হিসেব।
তুমি ঘুমাও মা।
আমাদের আর পৃথিবী দেখা হলো না। দেখা হলো, মানচিত্র।
বিন্দু bindumag.com
পল্লব
বিন্দু bindumag.com
যে মানুষ মরণাস্ত্রের উপরে মাথা রেখে ঘুমায়, সে মানুষ হতে কত দুরে, এসব ভাবতে ভাবতে সন্ধ্যাতারা ভেঙে চুরমার, কাল সকালে শহর জুড়ে ছড়িয়ে পড়লো আবোল তাবোল শিশু।
বিন্দু bindumag.com
অবাক এই নির্জনতা! রাজহাঁসের পিঠে সজনে পাতা ঝরে, স্বরপুঁটি মাছ দেখতে ছুটে এলাম যখন, স্কুল বন্ধ হয়ে গ্যাছে ঐ পুরাতন দোয়েলের পাখায়। পলাতক পল্লব সহিংস নয় জেনে প্রশ্নরা ভীড় করতো বর্ষায়। কাদামাটির জল ছিটকে বেরিয়ে এলো পল্লবের হাত। ঐ যে হাত ধরে চলা ক্লাস টু থ্রি।
লোকের কাম জাগানিয়া প্রেম, দুটি পাতার দুরত্বের মাঝখানের শিরায় বহমান নদীটির নাম গিদারী!
অনুভূতি, স্মৃতি বাষ্পের মতো উড়ে উড়ে আসে, আকাশের তো নেয়ার আঁচল নেই তাই উগড়ে দ্যায়।
বিন্দু bindumag.com
ছেলেবেলায় যে পাখি হওয়ার স্বপ্ন
সেই পাখি ডানা মেলে প্রথম শোনায়
অবিশ্বাসের গান।
বিন্দু bindumag.com
ষোলোশহর
বিন্দু bindumag.com
ষোলোশহরের আকাশে যে তারার আঁচল পেতে রেখেছে সন্ধ্যায়
সেখানে ঝুলে থাকে জুয়েলের বনসাই।
এ .সি ল্যান্ডের দেয়ালঘড়ির পেন্ডুলামে একটা ক্ষুধার্ত চাঁদ
গিলে খাচ্ছে আলোর ধোঁয়া।
এই সমস্ত আয়ুর্বেদিক তথ্য জেনে একজন ভেষজ বিক্রেতা
বিক্রি করছে মানুষের হাড়।
ট্রেন আসবে বলে রেললাইনে শুয়ে পড়ে অসংখ্য জংশন।
স্লাইড ক্যালিপার্সে রঙের উঠানামা করছে।
একই রিদমে বাজছে মুমূর্ষু হর্ণ। ইফতার। দো 'হাজারির সন্ধ্যার আকাশ কতটা আঁধারে জ্বালিয়েছে গৃহ প্রদীপ।
ফলের ঝুড়িতে রঙিন ফানুস দেখে বিষ্ময়ে অনেক গুলো চোখ এড়িয়ে যায় নি বিপনন বিজ্ঞাপন।
আমাদের দেখেছি সশরীরে। আমাদের দেখি নি তবু আমাকে আমাকের ভীড়ে।
বিন্দু bindumag.com
চোখ খুলে দেখার ভান করি আসলে। ছদ্মনামে লক্ষ করি, লক্ষের বহুগামিতা। প্রিয়। মক্কেল, কিসের বিচার করবেন?
মেরুন সন্ধ্যালোকে
শামীম সৈকত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২০
পৃষ্ঠাসংখ্যা: ২৪।। দাম: ৪৫
প্রচ্ছদ: মাইদুল রুবেল
প্রকাশক: ঘোড়াউত্রা, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য