সাইকেলের চাকায়
কি আশ্চর্য এক হিমের ভারে ন্যুব্জ জনসাধারণের মুখে সিলভারের চাঁদের আলো।
ভেসে যাচ্ছে দশদিক।
সুতোর দাগের মত অন্ধকারে অতি ভারী হেমন্তের টুপটাপ ফোঁটা।
আবহাওয়ার পূর্বাভাসে- এ বৃষ্টি বাড়তে পারে!
সাইকেলের চাকায়
গন্তব্য ক্রমশঃ দূরে সরে যাচ্ছে....
বিমূর্ত হাঁস
মাতামহী চোখ বন্ধ করবার পূর্ব মুহূর্তে বললেন- তুই সুখী হ...
পান থেকে চুন খসে গেলো!
বিমূর্ত রূপের এক হাঁস এসে পালকের ঝর্ণার শব্দে জঙ্গলের পতঙ্গভুক উদ্ভিদের পাকস্থলীর অনুজীবীদের দর্শন করাতেই দেখলাম--
আমার সমস্ত সুখ সেইখানেই দিব্বি স্ফটিকের পান বাগানে লতানো উদ্ভিদের মত বেয়ে উঠে যাচ্ছে অনন্তে' র দিকে ।।
সমার্থক হলেও
সমার্থক হলেও এমন কত ছবি দেখা যায়।
বাড়ি
আর
বারি।
ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে ঘন্টা বাজার শব্দ ভেসে এলো।
ফেরা মানে কি কেবলই বাড়ি?
জল।
ঠিক মায়ের মতো যেনো!!
শুনতে পাচ্ছি চৌরাশিয়ার বাঁশি।
পৃথিবীর শেষতম স্টেশনটি যেন
মিয়া কি মল্লার রাগে অন্ধ হয়ে গেলো।
আলোয় ফিরতে হবে।
গৃহে ফিরতে হবে।
কি আশ্চর্য এক হিমের ভারে ন্যুব্জ জনসাধারণের মুখে সিলভারের চাঁদের আলো।
ভেসে যাচ্ছে দশদিক।
সুতোর দাগের মত অন্ধকারে অতি ভারী হেমন্তের টুপটাপ ফোঁটা।
আবহাওয়ার পূর্বাভাসে- এ বৃষ্টি বাড়তে পারে!
সাইকেলের চাকায়
গন্তব্য ক্রমশঃ দূরে সরে যাচ্ছে....
বিমূর্ত হাঁস
মাতামহী চোখ বন্ধ করবার পূর্ব মুহূর্তে বললেন- তুই সুখী হ...
পান থেকে চুন খসে গেলো!
বিমূর্ত রূপের এক হাঁস এসে পালকের ঝর্ণার শব্দে জঙ্গলের পতঙ্গভুক উদ্ভিদের পাকস্থলীর অনুজীবীদের দর্শন করাতেই দেখলাম--
আমার সমস্ত সুখ সেইখানেই দিব্বি স্ফটিকের পান বাগানে লতানো উদ্ভিদের মত বেয়ে উঠে যাচ্ছে অনন্তে' র দিকে ।।
সমার্থক হলেও
সমার্থক হলেও এমন কত ছবি দেখা যায়।
বাড়ি
আর
বারি।
ভূমধ্যসাগরের তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে ঘন্টা বাজার শব্দ ভেসে এলো।
ফেরা মানে কি কেবলই বাড়ি?
জল।
ঠিক মায়ের মতো যেনো!!
শুনতে পাচ্ছি চৌরাশিয়ার বাঁশি।
পৃথিবীর শেষতম স্টেশনটি যেন
মিয়া কি মল্লার রাগে অন্ধ হয়ে গেলো।
আলোয় ফিরতে হবে।
গৃহে ফিরতে হবে।
এনার কবিতা কখনও পড়িনাই। অথচ কত মিষ্টি,সুগভীর!!
উত্তরমুছুন