জীবনের সুষম চেহারা
ফসলের সুষম বণ্টন হয় মগজ ও ঘিলুতে;এই অনন্ত কালো রৌদ্রের নিসর্গে কোনো নাগরিক চেতনার ঢল নেই,কোনো রাজনৈতিক আত্মার ভেতর খুনের বদলে খুন নেয়া প্রতিশোধ নেই সচেতন প্রতিবাদের মতো।
শ্রমিকের মরদেহের ওপর স্মৃতিসম্মানের সৌধ রোপণ কোরি নাই কখনও,রোপণ কোরি নাই বীজ বিমুক্ত স্নেহের ছবি;
আমার অনন্ত নক্ষত্রবীথি জুড়ে তুষের বিদগ্ধ ছাঁই — কুশের অভিশপ্ত ছায়া
শুধু ব্যাতিক্রম দগ্ধতার আলো
পৌষের সন্ধ্যায় কোনো ধর্ষিত শিশুর ভাঙা কণ্ঠের যে করুণ সুর,আমি শুনি নাই তার জুলুমের আওয়াজ
প্রতিষেধক জোৎস্না।আমি কেবল আমার ভেতরেই ছিলাম,কেবল আমার ক্ষতের দিকে ফিরে গেছি শুষ্ক তরুমূক হয়ে,
বায়ুসেবনের ধ্যানের মতো,— ঋষি অশ্বত্থের চূড়া।
সুন্দর
উত্তরমুছুন