বিন্দুর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘ন্যাশনাল আর্ট ক্যাম্প’।
গত ২৯ নভেম্বর শুক্রবার কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় উপস্থিত ছিলেন ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, কবি আহমেদ মওদুদ, কবি জ্যোতি আহমদ, কবি হেলাল জাহাঙ্গীর, সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’ এর সভাপতি গল্পকার জুলকারনাইন স্বপন, সাংস্কৃতিক সংগঠন ‘সাম্প্রতিক, কুড়িগ্রাম’ এর সভাপতি শাহানুর রহমান, কবি আশীষ বকসী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ও ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা পরিচালক সুশান্ত বর্মন, কবি ও প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ জামান, কবি শামীম সৈকত, চিত্রশিল্পী ফিরোজ সরকার, অনলাইন লিটলম্যাগ ‘দিব্যক’ সম্পাদক হোসাইন মাইকেল সহ আরও অনেকে৷
ডিসেম্বরের ২০ ও ২১ তারিখ (২০১৯) কুড়িগ্রাম প্রাণ–প্রকৃতি কৃষি কমপ্লেক্সে (জীবিকা ট্রেনিং সেন্টার) অনুষ্ঠেয় এই আর্ট ক্যাম্প উদ্বোধন করবেন লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক আশীষ খন্দকার৷
উক্ত ক্যাম্পে সাহিত্য, সংগীত, চিত্রকলা সহ শিল্পের নানা শাখার শিল্পীগণ সারাদেশ থেকে উপস্থিত হবেন৷ তাঁরা এখানে থাকবেন এবং নিজের শিল্প প্রদর্শন ও সে সম্পর্কিত আলোচনা করবেন৷ থাকবে লিটলম্যাগ প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা৷ যে শিল্পীগণ এই ক্যাম্পে অংশগ্রহনে ইচ্ছুক, সকলকে ১৫ ডিসেম্বরের মধ্যে ০১৭৮৩১১৬২৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷
গত ২৯ নভেম্বর শুক্রবার কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় উপস্থিত ছিলেন ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, কবি আহমেদ মওদুদ, কবি জ্যোতি আহমদ, কবি হেলাল জাহাঙ্গীর, সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’ এর সভাপতি গল্পকার জুলকারনাইন স্বপন, সাংস্কৃতিক সংগঠন ‘সাম্প্রতিক, কুড়িগ্রাম’ এর সভাপতি শাহানুর রহমান, কবি আশীষ বকসী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ও ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা পরিচালক সুশান্ত বর্মন, কবি ও প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ জামান, কবি শামীম সৈকত, চিত্রশিল্পী ফিরোজ সরকার, অনলাইন লিটলম্যাগ ‘দিব্যক’ সম্পাদক হোসাইন মাইকেল সহ আরও অনেকে৷
ডিসেম্বরের ২০ ও ২১ তারিখ (২০১৯) কুড়িগ্রাম প্রাণ–প্রকৃতি কৃষি কমপ্লেক্সে (জীবিকা ট্রেনিং সেন্টার) অনুষ্ঠেয় এই আর্ট ক্যাম্প উদ্বোধন করবেন লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক আশীষ খন্দকার৷
উক্ত ক্যাম্পে সাহিত্য, সংগীত, চিত্রকলা সহ শিল্পের নানা শাখার শিল্পীগণ সারাদেশ থেকে উপস্থিত হবেন৷ তাঁরা এখানে থাকবেন এবং নিজের শিল্প প্রদর্শন ও সে সম্পর্কিত আলোচনা করবেন৷ থাকবে লিটলম্যাগ প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা৷ যে শিল্পীগণ এই ক্যাম্পে অংশগ্রহনে ইচ্ছুক, সকলকে ১৫ ডিসেম্বরের মধ্যে ০১৭৮৩১১৬২৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷
যাবো আশা রাখি টু মারতে ~ দ্যাখা যাক,
উত্তরমুছুন