পাতা ছিঁড়ে লোকালয়ে
অরণ্যের আত্মীয় তুমি
পাতা ছিঁড়ে লোকালয়ে! লোকের আলোয়
ধ্বসে যাচ্ছে তোমার প্রণয়ের পাশা!
অতএব তুমি
ঘুমিয়ে পড়লেই
জেগে উঠবে হন্তারক সংঘ;
পরিবার, প্রতিবেশী, প্রচ্ছন্ন পুরুষ।
বিন্দু bindumag.com
তারা আত্মীয় একে অন্যের, বন্যের বংশলতিকা তারা।
বিন্দু bindumag.com
জাগরণ, তোমার
কেনইবা মেনে নেবে নিভে যাওয়া মশালের ছাই।
বিন্দু bindumag.com
হন্তারক যারা
জলের, জলরং ক্যানভাসের
সবুজ, আহ্ সবুজ ক্যানভাসের
নীলের, নীলরং ক্যানভাসের
বিন্দু bindumag.com
ক্যানভাসার তারা, হন্তারক যুগল বৃক্ষের।
বিশ্বের বালক-বালিকারা
বিন্দু bindumag.com
রাতের শরীর থেকে আঁধারের খোসা ছাড়িয়ে খেয়ে নিল বিশ্ববালক। দিনের জন্ম হলো। দিনের শরীর থেকে আলোর খোসা ছাড়িয়ে খেয়ে নিল বিশ্ববালিকা। রাতের জন্ম হলো। এই যে দিবস ও রাত, এর বালক-বালিকারা আলো আর আঁধারের মোহনায় ডুবে গিয়ে ভেসে উঠল কিশোর-কিশোরীর বয়ঃসন্ধিসমেত। এরপর তারা আবার ডুবে গিয়ে ভেসে উঠল যুবক-যুবতীর অবয়বে। এবং তারা আবারও ডুবে গিয়ে ভেসে উঠল বৃদ্ধ আর বৃদ্ধার মলিন মুখ নিয়ে। বৃদ্ধার আলোর কথা স্মরণে এলো, বৃদ্ধর আঁধারের। দ্রুত তারা একে অপরের খোসা ছাড়িয়ে খেয়ে নিয়ে রাত আর দিনে পরিণত হলো পুনরায়। এভাবেই মূলত বেড়ে গিয়ে বয়স, পেকে ওঠে পৃথিবী। এবার তবে পৃথিবীর খোসা ছাড়িয়ে খাওয়ার পালা।
মদের মৌসুম
বিন্দু bindumag.com
ধানের মৌসুম এলো, ধান এলো, ধন এলো না। এই ভাবনায় ভাবিত কৃষকসভায়, ধেনোমদ খেয়ে, ধনুকের মতো বেঁকে গিয়ে ধানমন্ত্রী ঘোষণা দিলেন, উদ্বৃত্ত ধানের থেকে ধেনোমদ হবে। ধানের মৌসুম হবে মদের মৌসুম। হাটে হাটে ধান নয় ধেনোমদ বিকোবে কৃষক। ধানের মৌসুম হলো মদের মৌসুম যথারীতি। মদ আর মদিরায় ভরে গেল দেশ। বেশ, খেয়ে ধেনোমদ, কৃষাণ-কৃষাণী ধোন নেড়ে একে অন্যের, গড়াগড়ি খায় ধানে আর খড়ের গাদায়। গড়িয়ে গড়িয়ে তারা আগুন লাগিয়ে দেয় ধানে, গাদায় আর গদির গায়ে। গদি যদি মদিরায় ভরে যায়, আগুনের দোষ কী বা মাতাল হতে! ভাবে, ছাইয়ের ঢিবিতে বসে কালের কৃষক।
দারুন কিছু। আরো বেশিবেশি বেশীবেশী আরো বেশীবেশী বেশিবেশি কবিতা বাতাসে মিশে যাক।������
উত্তরমুছুন