সিভি রেখে যান
বিন্দু bindumag.com
আমি বললাম, একটা চাকরি দরকার।
তিনি বললেন, ঠিকাছে সিভি দিয়ে যান। দেখবো।
আমি বললাম, একটা পুরানো পাণ্ডুলিপি আছে।
তিনি বললেন, সিভি আছে সাথে? রেখে যান। দেখবো।
বললাম, বাবা অসুস্থ। ডাক্তার দেখাতে হবে।
বললেন, আপনার বাবার সিভি এনেছেন? রেখে যান। জানাবো।
বললাম, গার্লফ্রেণ্ড চলে গেছে।
তিনি বললেন, গার্লফ্রেণ্ডের সিভিটা দিয়ে যান। যোগাযোগ হলে বলবো।
আমি বললাম, অনেকদিন মোরগ-পোলাও খাই না।
বললেন, সিভিটা দেখতে দিন আগে। দেখি আপনার যোগ্যতা কতটুকু।
বললাম, সকাল হবে কখন?
তিনি বললেন, আপাতত ভ্যাকেন্সি নাই। সম্ভাবনা তৈরি হলে সবার আগে আপনাকেই জানাবো। সিভিটা রেখে যান।
বিন্দু bindumag.com
বিন্দু bindumag.com
আণ্ডারওয়ার্ল্ড কোরাস
(রাতুল রাহাকে)
বিন্দু bindumag.com
হাতে পিস্তল
ঠোঁটে সিগারেট
গলায় রুমাল
বুকের বোতাম খোলা
চোখে চশমা রোদ চশমা
হাতে পিস্তল...
প্রিয় মেঘফুল
প্রিয় মেঘফুল
এইখানে নাই কিছু
চলে যেতে চাই
চলে যেতে চাই
ফেলে সবকিছু...
হাতে পিস্তল...
বিন্দু bindumag.com
কত দেখলাম!
কাছে টানলাম
দূর-দূর হয়ে
আরো দূর গিয়ে
ফিরে যেতে হয়
ফিরে পেতে নাই
মিরাকল চাই
মিরাকল নাই
অথবা হয়তো
এই যে হয়তো
এই বেঁচে আছি
এই-ই হয়তো
বড় মিরাকল
বিন্দু bindumag.com
হাতে পিস্তল
প্রিয় মেঘফুল
ঠোঁটে সিগারেট
প্রিয় মেঘফুল
হাতে ফুল নাই
কোনো ভুল নাই
তুমি চলে যাও
চলে যেতে হয়
খুনী হতে চাই
খুন হতে চাই
চোখে চশমা রোদ চশমা
তুমি ফিরে যাও...
বিন্দু bindumag.com
বিন্দু bindumag.com
গাঢ় রাত
(আকাশলীনাকে)
বিন্দু bindumag.com
সুরঞ্জনা, তুমি চলে যাও অইসব যুবকের সাথে
কথা বলো, নাচো, যা খুশি করতে পারো;
চলে যাও সুরঞ্জনা
আষাঢ়ের চাঁদ ভরা রাতে।
বিন্দু bindumag.com
চলে যাও খাটে, মাঠে, হোটেলের বন্ধ রুমে
চলে যাও অইসব যুবকের সাথে;
দূর থেকে আরো দূরে যেতে পারো;
নাচো, গাও, প্রেম করো মাতালের মতো।
বিন্দু bindumag.com
জানি, প্রেম তবু একদিন ঠিকই ফুরায়ে যাবে
নতুন নতুন তাজা ঘড়ির দামও একদিন নাই হয়ে যাবে;
আনন্দের রঙ হয়া যাবে একদিন
ঋতুরক্তের মতন মৃত লাল।
বিন্দু bindumag.com
সুরঞ্জনা
সেইদিন বিস্বাদের ওপারে বিষাদ
সেইদিন কালো কালো গাঢ় রাত...
বিন্দু bindumag.com
বিন্দু bindumag.com
একবার
বিন্দু bindumag.com
একবার মরে যাওয়া গেলেই আর ফিরবো না
খালি একবার সেই অন্ধকার নেমে এলে-
এই দারুণ নৈরাশ্যজনক ভাবনাটারে আগলায়ে
দিন যায় আর রাত গুজরান হয়
জীবন সুন্দর তবু বিচ্ছিরিরকম ভাবেই তা বলতে হয়
জীবনানন্দ যতবার ফিরে আসে আসুক-এসে বসে থাকে থাকুক
ধানসিঁড়ি আর আরো আরো যত ঘাস মাটি মাঠ জলে
আমি ফিরবো না- আমার জন্য সুন্দরী শুধু অন্ধকার
গভীর হাসির মতো নির্জলা মদের মতো নির্ভেদ্য আনন্দ শুধু অন্ধকার
ভীষণ আলোর মতো জ্ঞানের প্রজ্ঞার মতো আমার জন্য কেবল অন্ধকার
প্রথম প্রেমের মতো মায়ের দুধের মতো জীবনের ঝলক কেবল অন্ধকার…
বিন্দু bindumag.com
বিন্দু bindumag.com
আমাদের কষ্টগুলা
বিন্দু bindumag.com
আমাদের কষ্টগুলা নিয়ে আমরা ঠিক-ই আছি
তিনবেলা স্বপ্নের সাথে লবণ মেখে রাখতেছি
খাবো- অথচ মুখে তোলা হইতেছে না
মানে খিদা আছে কিন্তু খাওয়ার তাড়া নাই
মানুষগুলা ভাসতেছে বানের জলে
ভাবতেছি আরো একটু মানুষ হয়া উঠি-
মানুষ হয়ে গিয়ে পাশে দাঁড়াই হাতটা বাড়াই
কিন্তু মানুষ তো হইতে পারতেছি না
ভাল্লাগলো
উত্তরমুছুন