মানুষ = ?
পথ জানে, মানুষ ৯০ ডিগ্রি এঙ্গেল ছাড়া দাঁড়াতে পারে না
সুতরাং সব মানুষই জ্যামিতিদাস
ডটের উপর ডট বসালেই সংখ্যায় বাড়ে না
এইসব খেলা, জেনেও, মানুষ ভূমির উপর দাঁড়ায়
শরীর দিয়ে লম্ব আঁকে, দৃষ্টি যার অতিভুজ
চোখ স্কয়ার = শরীর স্কয়ার + পথ স্কয়ার
অর্থাৎ, মানুষের কল্পনা শরীরের চেয়েও দীর্ঘতর
শরীরই দুপুরের রোদ
চড় শোনা ব্যক্তিমাত্রই জানেন হাততালি হস্তশিল্প,
শুধু হাতের ভ্রমণ আলাদা।
ভিন্ন ভিন্ন ভ্রমণের গল্প থাকে অঙ্গের
মানুষ ও ভৌগলিক-মানুষ এক না হওয়াতে
সমানচিহ্ন আজও বেমানান শরীরে
সমানচিহ্নে শিল্প নেই
শিল্প অসমান শরীর
শিল্প দুপুরের খাঁজকাটা রোদ
অর্থাৎ, মানুষের শরীরই দুপুরের রোদ। বয়ে বেড়াচ্ছি...
পোশাক এক অভেদ্য পর্দার নাম
চিচিং ফাঁক, শরীর
নৃত্যের কর্মশালা শেষে রাত্রি হয়ে ওঠে নূপুরঘুম
স্পর্শ করলে বাজনাই শরীর
ভাইব্রেশন জানলে বেলিড্যান্স আসরও মাতানো যায়
কাঁধ থেকে খসে পড়ে ফোল্ডিং করা তালু
কার (/কাদের) বাদ্য বাজে নাই?
এদিকে আসুন, চিত্র ছাড়াই প্রমাণ করে দিই:
ঘোড়া ≠ জেব্রা [সূত্র: চিঁহিঁহিঁ]
সুতরাং, সিদ্ধান্তে আসা যায়,
বিবাহোত্তর প্রিয় স্তুতি হতে পারে: চিচিং ফাঁক, শরীর
বন্ধনীস্থ শরীর
শরীর মুছে শরীরে পাই মুদ্রাকম্পন {আর}
ব্রাকেটে অর্গাজম।
জুয়ারি নয়, মাথার জন্য যে বন্ধক রেখেছে রোমকূপসমগ্র।
টাকা, {ও} তাস পেটানোর ধ্বনিলিপি
বিসর্গচোখে পড়ছে জঠর। হৃদয়, তাকে বাক্যবন্ধ করো।
বন্ধনী তুলে {দিলেই}, শরীর {এবং/কিংবা} কবিতা পড়া যায়।
হসপিটালকর্ম ও অনুবাদের কামরা
হসপিটালের সরলানুবাদ করে হাসপাতালভর্তি মেঘ পেলাম
মেঘঘরে তুমি প্রাইমারির বিস্কুটদৌড়ের রশি
আমার সামান্য কাশি
যারা জিনেটিক সুচসুতো খেলত স্কুলে
কেবিনে তারা ছ'ফুট নৌকাভাসানে অভ্যস্ত
বৈঠা হাতেরই কাব্যানুবাদ বলে তারও যৌগিক ব্যবহার
একাধিক স্পর্শে ভাবনা লাগে তাই
সমস্ত আঙ্গুল জলপৃষ্ঠে এবস্ট্রাক ইমেজ এঁকে
শূন্যে গমনের আগে কোথায় ওড়ে!
ভাবনায় দেহ নেই। বেলফুলের উপর দিয়ে মেঘ উড়ে যায়।
সুডোকুহীন রাত
আঙুল গণনার আগে জেনে নাও সংখ্যা
সেসব ছেঁড়া বোতাম
যাদের জল ও তৃষ্ণা পতনসংলগ্ন
পেয়ারারঙ পান করে মরে যাওয়া বিকেল
দিয়ে যায় সরলরেখায় নগ্ন হওয়ার আশীর্বাদ
খোঁজো উত্তমক্ষেত্র, ঝকঝকে ছবিসম্মিলন
শরীর দাঁড়ালে
ছায়ার প্রতিবিম্বিত ছায়া অধিক একা ও সরল
সুডোকুহীন রাত, এসো, অঙ্গ মিলাই
দারুণ সব কবিতা। উপস্থাপন প্রশংসনীয়।
উত্তরমুছুনDarun
উত্তরমুছুন