সুন্দরী রেমেদিওস সুন্দরী রেমেদিওসের থেকে ভারী।
সে স্রেফ গায়েব হয়ে যায়।
সে নিস্পৃহ দারুণ তার অগুন্তি প্রেমিকের বিপরীতে সে নিস্পৃহ দারুণ।
আদৌ সে?
সে তুমুল প্রেমিকা তার প্রেমিকের বিপরীতে।
সে স্রেফ গায়েব হয়ে যায়।
বিন্দু bindumag.com
সুন্দরী রেমেদিওস তার অগুন্তি প্রেমিকের হৃদয় খামচে ধরে।
তার অগুন্তি প্রেমিকের হৃদয় ফুটো করে বেরিয়ে যায়।
সে স্রেফ গায়েব হয়ে যায়।
বিন্দু bindumag.com
সুন্দরী রেমেদিওস, তার সৌন্দর্য্য আমাদের চোখের অসুখ।
সৌন্দর্য্য, স্রেফ চোখের অসুখ।
উজ্জ্বল আমার প্রেমিকা
বিন্দু bindumag.com
উজ্জ্বল আমার প্রেমিকার বয়স বাড়ছে না
সে এখন মৃত আর সঙ্গে গেছে আমার চোখ।
বিন্দু bindumag.com
সে দাঁড়িয়ে তেমনই যেমন দাঁড়ালে সে দাাঁড়ায়
তার ত্বকের জেল্লা আমারে অন্ধ করে দিলে।
বিন্দু bindumag.com
স্বীকার করছি মৃত্যুও এক বিলাসিতা আজব
বোবাশব্দে সে আমি তার কান্না কাঁদি।
বিন্দু bindumag.com
আমার অন্ধ চোখের ললাটে সুবৃহৎ জবা ফোটে
রাগীরোদে পুড়ে খাক হয় তার টাটকা লাল।
বিন্দু bindumag.com
চোখ ভারী হয়ে আসলেও ফেরার নাম করে না
ঠায় দাঁড়িয়ে তেমনই যেমন দাঁড়ালে সে দাঁড়ায়।
গোরস্থানের দেবতা
বিন্দু bindumag.com
গোরস্থানের দেবতা জানেন আমার এক লাশ আছে
অপত্য স্নেহে বয়ে চলি।
ধারনা করি আমার থেকে আমার লাশের ভর
বেশি।
তিনি জানেন আমার এক লাশ আছে।
তিনি জানেন আমি পালিয়ে বাঁচি।
বিন্দু bindumag.com
তিনি উত্তরে আছেন দক্ষিনেও পূর্বে পশ্চিমেও।
না হয় পালিয়ে বাঁচি!
বেঁচে যাই যখন আমি পালিয়ে বাঁচি।
গোরস্থানের দেবতা আমার সম্পর্কে ততটাই জানেন যতটা
শববাহকের সম্পর্কে।
আমাদের হৃদয় আদ্র হয়ে ওঠে
আর গোরস্থানে হররোজ এক পশলা বৃষ্টি হয়।
চোখ বন্ধ দিলে
বিন্দু bindumag.com
চোখ বন্ধ দিলে যথারীতি বন্ধ চোখ
অন্ধ চোখের ললাটে ডাকাতেরা চুম্বন করে
চুম্বনগভীর সে শব্দ
বিন্দু bindumag.com
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
বিন্দু bindumag.com
আসে অতি সঙ্গোপনে গোপন ভাঁজ করে দাঁড়ায়
আমারই ছবি ওলটায় মৃদুস্বরে ডাকে
কুত্তা শেয়ালের মতো অবিবেচক নয় সে ডাকাডাকি
বিন্দু bindumag.com
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
বিন্দু bindumag.com
চোখের উপর উপুর্যপুরি বজ্র আঁটুনি আঁকে
আমি তাদের নিরস্ত্র পা দেখে কুৎসিত
হাসি হাসি
বিন্দু bindumag.com
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
বিন্দু bindumag.com
যে জানলা দরজা ভাঙ্গা গেছে তার নৈঃশব্দ ঈর্ষনীয়
যখন হস্তমৈথুনের পূণ্যেও তরল গোঙ্গানি খসে পড়ে
ভাবি দু’টো একটা
বিন্দু bindumag.com
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
বিন্দু bindumag.com
সর্বস্ব লুট করে যাবে সর্বস্ব লুট করে চলে গেলে
অথচ টেবিলের উপর টানা একভীড় ‘ভবঘুরে শাস্ত্র’
নিরপরাদ ঘুমে
বিন্দু bindumag.com
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
বিন্দু bindumag.com
নিরূপায় আমি আমার আগাম জন্মবারের দিকে
তারস্বরে ছিলাম/আছি তাকিয়ে
আমি আমার শুই আমার ঘর মরার অন্ধকার করে
অসুখী ইশ্বর
বিন্দু bindumag.com
টান দিয়ে আর মেলছে না
ছিঁড়ে যাচ্ছে
সংকোচিত হচ্ছে।
বিন্দু bindumag.com
চুড়ান্ত ইলাস্টিক
নিয়ত
কম্পমান,
বিন্দু bindumag.com
হা ঈশ্বর
ভ’রা নির্মাতা। দু’মেরুতে
দু’মাথা ভারী খোটা পোতা
বিন্দু bindumag.com
থমথমে শরীরের প্রাচীর;
যে আছে
যে গেছে -
বিন্দু bindumag.com
মহত্তম (অ)রূপরেখা।
বালিঘড়ি
একা আঁকা
বিন্দু bindumag.com
অনেকে মিশে একত্রে টানলে
দৌড়ঘোড়া,
এমনকি আলজিব,
বিন্দু bindumag.com
তালাক পড়ছে -
তালাক উঠছে ...
যেন কেউ কেন হচ্ছে টের -
বিন্দু bindumag.com
অসুখী
ঈশ্বর-
দের।
বিন্দু bindumag.com
[কবিতাগুচ্ছ বিন্দুর মুদ্রিত সংখ্যা থেকে পুনঃপ্রকাশ করা হলো। -সম্পাদক]
অনবদ্য।
উত্তরমুছুনবিন্দু দারুণ হচ্ছে। কুড়িগ্রামের গর্ব...
উত্তরমুছুনঅসাধারণ! অবিস্মরণীয়! অভূতপূর্ব অনুভূতির কবিতা পড়লাম। কবি ও সম্পাদক উভয়কে শুভেচ্ছা।
উত্তরমুছুন