১
যদি কাছ থেকে এসে চিৎকার করে বলি,না! না! না!
আমার কিচ্ছু ভালো লাগে না!
তারপর ধরো অনেকদিন তোমার শহরে বৃষ্টি নেই।
এশট্রে ভর্তি নিঃশ্বাসী কঙ্কাল-
লাইটার জ্বালিয়ে নিভিয়ে দিলাম রাতের হাট।
তারপর আবার ঝুম বৃষ্টি,
আমি ধুয়ে যাবো তোমার ফুটপাথ জুড়ে।
২
খুব খুব কাজ এই দিন আজ ভেস্তে'ছে ভুলে-ভ্রান্তছ'তালা অফিস সেরে ফেলেছি অলস-স্থবির মন্ত্র।
কাঁপে কাঁপে অলস শ্রমিক, টঙের কাপে রঙের চা
ব্যস্ত হাতে সাইক্লোন শহর- চামচে নিচ্ছে শিউলির মা
চুমুক চুমুক গিলে খাচ্ছে-মসুরের ডাল দ্যা দিশি সুপ-
রিক্সাওয়ালার পাশে বসেই ঢোক গেলা গাল ইউসুপ;
ফ্ল্যাট-ফ্ল্যাট ঘুরে মা গিয়েছে, ভুনাখিচুড়ি রাঁধার চাপ
ফার্মেসিতে ভীড় জমেছে, মৃদু ইশারার সংলাপ।
নিভু নিভু মোমেরবাতি, বিড়ির পাছায় বুড়োর টান-
টিউশন নিয়ে ব্যস্ত শহরে আমার বন্ধু রাকিব খান।
ঝড়োঝড়ো ভুল ফ্লোরাপাস রোড, ফাঁকি দিয়েছে আফরোজা
দু'পেপার ঝাল মুখ খুলে ‘বাল’, বৃষ্টি শহর চট্টলা।
দারুণ
উত্তরমুছুন