এই বরষায়
থাকো, যেভাবে আছো বসে সেভাবেই
উঠতে হবেনা বৃষ্টি দেখতে, ভিজবেই?
ভেজার প্রয়োজন নাই, কতোটা ভিজবে জলে
স্বগৃহেরই আয়োজন — যেন পাহাড়ের সানুতলে।
ঝড়ের বাহনে পরিকীর্ণ হয়ে রূঢ় বরষায়
জলেরা কার ঘরে ঢুকে যায়!
ফ্যাকাশে দৃষ্টি বেয়ে উঠে যায় মেঘের কোলাহলে
নির্জলা প্রবেশপথ ধ’রে সহজভেদ ক’রে ফেলে ।
তারপর শাদামেঘজুড়ে শালবনের ছবি
প্রসবের ঘ্রাণ চার্দিকে ছড়িয়ে ঘুমোলো পৃথিবী।
ইহা একটি দূর্দান্ত কবিতা
উত্তরমুছুনইহা একটি দূর্দান্ত কবিতা
উত্তরমুছুনঅপূর্ব বয়ান!
উত্তরমুছুনসাম্য দা, আপনিই সেরা
উত্তরমুছুনজলেরা কার ঘরে ঢুকে যায়
উত্তরমুছুনখুব ভালো লাগলো দাদা।
উত্তরমুছুন