বৈশাখ শেষের কবিতা
জ্যৈষ্ঠর শেষরাতে আসর থেকে হঠাৎ উঠে দাঁড়ালো লোকটা,
উৎসুক জনতার মাঝখানে গিয়ে পকেট থেকে একটা ফর্দ বের করলো,
তারপর জনতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো-
‘নীল শাড়ি কোথায় পাওয়া যেতে পারে? লাল টিপ? রঙ-বেরঙের কাচের চুড়ি?
পায়ে দেবার আলতার খোঁজ যদি জানা থাকে, তাও জানাতে পারেন কিন্তু!’
জনতার মাঝে শোরগোল পড়ে গেলো, কেউ বললো প্রেমে পড়েছে!
কেউ বললো, বোধহয় লোকটা বিবাহিত, ওই ফর্দ তার বউয়ের জন্য!
এইসব সহ আরও কিছু সম্ভাবনার বাক্য লোকটার-
কান পর্যন্ত পৌঁছাতেই হো হো করে হেসে উঠলো সে!
তারপর জনতার দিকে তাকিয়ে বললো, উঁহু! ঐসব কিছু নয়,
কাল ভোরে বর্ষা আনতে যাচ্ছি!
আসরের গুঞ্জন থেকে একটা মেয়ে উঠে দাঁড়ালো,
তার পরনে নীল শাড়ি, কপালে লাল টিপ, হাতভর্তি কাঁচের চুড়ি!
লোকটার দিকে তাকিয়ে বললো, চলুন বর্ষা নিয়ে আসি,
ওহ! বলতে ভুলে গেছি, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতও গাইতে জানি!
রাকিব ভাই, মঘুর মত স্বাদ
উত্তরমুছুনভালোবাসা প্রিয় কবি
মুছুন