আমরা আমাদের মিস করবো খুব
আরো ঘন ঘন শব্দে সাজায়ে তোমারে
এমন টলোমলো হয়ে যাচ্ছি বড়
অতি বেখাপ্পা রকম
যেন সকলের মাঝে থেকেও পঞ্চম
তোমাকে চাচ্ছি অথচ তুমি ছবিতে উজ্জ্বল
হাসো, তাক করে থাকো
কী ভীষণ ঠোঁট
চুমুর মতন টলোমলো
হড়কে যাচ্ছে দুনিয়া
অতি রাত ঘনায়ে আসতেছে বড়
চিরদিক রাতের আলোয় উজ্জ্বল
আর আমি টলোমলো
টালমাতাল
তোমারে জানা হয় নাই কিন্তু জানার মধ্যে আছি
প্রচন্ড দুপুরের মতন
হয়তো হরেক রকম
ওষুধের গোপন কারবারি
জানা হবে কিনা তা বলা যাইতেছে না
মানে যতটা পারা যায় যদি ততটা
করি খরচ মানে খরচের মত আরকি
তবে হয়তো কিছু দুপুর লাভ হতে পারে
মানে কয়েকটা মাথা-খারাপ দুপুর পকেটে রাখতে পারি
এখন মাথার ভিতরে অপ্রকাশিত তুমি নাই
ছড়ায়ে যাইতেছে বিকেল
মানুষের দিকে তাক করা
মানুষ মানুষের দিকে
মানুষের থেকে মানুষ
হাউকাউ হল্লাকল্লা
আমরা আমাদের মিস করবো খুব
থেকে থেকে বেখাপ্পা রকম কড়া
পেটের ভিতরে খিদা বিস্বাদে মড়কে
মায়ের কাছে যাবো সেই মায়ের গন্ধে
নিরলস যাদুঘর আদরের ধাতে
মাখনের প্রস্তরে নির্মিত
হৃদয়, তিনি নিখুঁত আর্টিস্টের মুখ।
আরো সরল প্রকাশ হতে পারি যদি
আরো গভীরের খাদে প্রভাবিত হই
নিজেকে বিচূর্ণ করার সমূহ বিদ্যা
জানার মধ্যেই আছি
যাই নাই এখনো কোথাও
একটা অপরিকল্পিত
নিজেরে নিয়ে যতটা
যারপরনাই
চমক নাই অথচ চমকে যাই এমন
মন্তব্য