নদীর নাম মাতামুহুরী
আগের কথা আর ভাবি না স্বপ্নপাতের বেদনায়। অপুষ্ট শিশুর হাড়ের মতো মাতামুহুরীতে চর জাগে, যেখানে পাল তোলা নৌকা উজান-ভাটার সাথি হতো আর ভাটিয়ালি সুর হতো দাঁড়ের টান। চোখে জমে আছে থইথই করা যৌবনের জলতরঙ্গ, বাঁধন না মানা রমণীয় চোরাস্রোত। জলঘূর্ণিতে চোখের ঘোর লাগা মায়াকাল টেনে নিয়ে যায় গতিচক্র থেকে মনচক্রে। তবু হৃদয় নিংড়ানো জারক রস নিয়ে হাটের দিন হাজির হই পলি জাগা ঘাটে। বেলা-অবেলায় ডুব মেরে তুলে আনি জলজ বুনন স্মৃতিজ বানে। এখনো কুপি জ্বলা রাতে মাছ ডাকে, চলে এসো আষাঢ়ে মনে-প্রাণে রাঙাব তোমায় ঘন ঘোর বরিষায়...
মন্তব্য