চরম নৈরাশ্যবাদী বর্ষাকাল থেকে বলছি
আপনাদের মত আমরাও আশাবাদী হতে চাই
ওগো আশাবাদী যুগের সুবোধ কবিবর,
যে জীবন জেগেছিল অন্ধকার তাড়ানিয়া সূর্যের মতন
সে জীবন কেন আজ মৃতপ্রায়?
আপনি বলছেন - ও তাদের ঘুৃম,
সময় হলেই জেগে উঠবে।
সময় আর হবে কবে?
আমার বাস্তুভিটার সর্বস্ব লুট হলে তবেই কি ওরা জাগবে??
কবে আসবে সেই সময়ের হাঁক
ওগো কবি, কবে জাগবে?
কেন ওরা মুক্তি এনে দিয়েই ক্ষান্ত দেয়,
ওরা কি জানে না
এই ঘুমন্তরাতেই চুরি যায় আমাদের স্বপ্ন?
এই ঘুমন্তসময়েই আমাদের বাস্তভিটায় বসতি গড়ে উইপোকারা,
কোন এক অমাবস্যার রাতে
আমার আতুড়ঘরের মধ্যমণি খুঁটিটি খুলে নিয়ে পালায় কয়েকটি চামচিকা,
ঘুণে ধরে বাকি তিনটি খুঁটিতেও।
কিতাবের পাতায় জিহ্বা লেহন করে কয়েটি কুকুর,
আমার রাষ্ট্রের ন্যায়কুটির গুড়িয়ে দেয়
সেদিনকার মত শকুনেরা নয় আজকের শেয়ালেরা।
ওরা কি জানে না
যতবার রক্তগঙ্গায় ভেসে মানুষ এনেছে মুক্তি,
ততবারই সেই রক্তে ভেজা উর্বর পলিতে জন্মেছে আগাছা,
পরিপুষ্ট পরগাছারা ঢেকে দিয়েছে সবুজ বৃক্ষ,
আমার, আমাদের, মানুষের যত্নে লালিত শাশ্বত বৃক্ষ।
মন্তব্য