মেঘ রোদ বৃষ্টি
বৃষ্টি নেমেছে মন ভিজেছে,
মেতেছে প্রাণ আজ বাদল দিনে,
হয়েছে উতালা - মনে লাগে দোলা,
কদম ফুল রঙের মেলা,
আকাশ ভরা মেঘের ভেলা,
ভালো লাগে কেন ভালো লাগে?
চলো চলে যাই দুর অজানায়,
যেথায় মেঘ পাহাড় চূড়ায়,
বনো ফুলে পথ হারিয়ে যায়,
সবুজ ধরণী কাজল বরণী,
ভালো লাগে সব ভালো লাগে।
মেঘের গায়ে সূর্য লুকায়,
ছোট ছোট ঢেউ মনের আঙিনায়,
হঠাৎ বৃষ্টি প্রাণ দুলে যায়,
ভালো লাগে সব ভালো লাগে।
মন্তব্য