চাতক ছলার গান
পদ্ম গাছ সব মইরা গেছে, নাই পুকুরে জল,
সবুজ পায়রা উইড়া গেল, হারাইলাম সম্বল,
পদ্মা পদ্মা চোখগুলোতে, এতো কেনো পানি?
কন্যার শোকে কাঠ পোড়া সুখ, কয়লা কিনা আনি।
কন্যা, ডুবাও ডুবাও, ডুবায় আমায় ঘ্রাণে
জোনাক জ্বলুক পোড় খাওয়া মন প্রাণে।
পদ্ম ফুল সব ফুইটা আছে, শাহাবাগের ওই মোড়ে
পদ্ম বেঁচে সাজায় গুছায় বাক্স দোকান ঘরে,
পদ্ম, দোকান ছেড়ে ডুব বিকেলে কোন গাড়িতে যাও,
কোন বাড়ির ওই বেডরুমেতে আসনটা সাজাও
পদ্ম, ডুবাও ডুবাও, ডুবাও ওঘর ঘ্রাণে
জোনাক জ্বলুক পয়সা ওয়ালার প্রাণে
পদ্ম ঘ্রাণ ঝইড়া গেলে, আবর্জনা হয়,
আবর্জনার প্রেমে পয়সা মজে না নিশ্চই,
পদ্ম, ছাইড়া গেছো সাধের জলসা শাহাবাগের ঘরে,
তোমার লেইগা কাঠ পোড়া শোক জমতাসে অন্তরে
কন্যা, ডুবাও ডুবাও, ডুবাও আমায় শোকে
পদ্ম চোখের পানি দিয়া বাঁচাই পদ্মটাকে
পদ্ম ডুবো ডুবো এইযে কতো পানি
পানি পাইয়া হইয়ো না আর বাক্স দোকানী
পদ্ম, কয়লায় জানে সবুজ গাছের শোক
চোখগুলো তোর ভরা যৌবন, সবুজ ঘ্রাণ হোক
পদ্ম, ভাসি ভাসি, ভাসি চোখের স্রোতে
আন্ধার এক নাইমা গেলো, সবুজ বাগান পথে
পদ্ম ফুটো ফুটো, ফুইটা থাকো একবার তোমায় দেখি
সবুজ বন কয়, জোনাক আলো দারুণ এক চালাকি
পদ্ম, তাকাও তাকাও, তাকাও মাটির দিকে
যেইখানে এক গপ্পো আছে, পোড়া কাঠের বুকে
পদ্ম পুড়ে গেছো পালক তোমার কই
পোড়া কাঠ হইয়া গেছি সবুজ বন আর নই
পদ্ম, দেখো দেখো, পাখি উইড়া যায়
জানলার ধারে গান সুরে গাও, চাঁদ মামা তুই আয়।
আমি জানি জানি বর্ষাকাল আইলে
টুপুর কইরা ঝইড়া যামু, টিনের চালা পাইলে,
পদ্ম বৃষ্টি ঝরে পদ্ম পদ্ম চোখে
আমি গান বান্ধি পদ্ম ফুলের শোকে
পদ্ম, ভালো থাকো, ভালো থাকো সুখে
আমার পুইড়া গেছি কয়লা সমান দুখে
কন্যা, ডুবাও ডুবাও, ডুবায় আমায় ঘ্রাণে
জোনাক জ্বলুক পোড় খাওয়া মন প্রাণে।
মন্তব্য